আমাদের কথা খুঁজে নিন

   

তুলনামূলক প্রেম অথবা বুদবুদ

Bringing about gentle and painless death from incurable Death. গুমোট আকাশ আর গাছগুলোতে লোডশেডিঙ্গের প্রভাব খই মেঘেরা ধীরে ধীরে শোকের ছায়ায় ঢেকে নিচ্ছে নিজেদের। এখনই ডাউন ট্রেনের মতো ঝন ঝন করে ছুটে আসবে আমাদের স্টেশনে। ঠিক তখনই তুমি এলে, জলপাই রঙের শাড়িতে। বসলে খুব কাছটি ঘেষে। গুমোট দিনের অবগুন্ঠন খুলে নিলে প্রাণ চঞ্চল হাসির দমকে।

তোমার পিচ কালো চুলের লোভে মেঘদের বৃষ্টি হয়ে জরুরী অবতরন। চারদিকে ছোটোছুটি। দিগ্বিদিক ছুটছে মানুষ, কেউ দোকানের শেড, কেউবা হাতে থাকা খাতা, কাধের ব্যাগ, সবই হয়ে উঠছে ছাতা। মানুষের ছোটোছুটি আর বৃষ্টির ধারা, তোমার হাসির দমক যেন একই সুত্রে গাথা। বৃষ্টি হচ্ছে খুব, চলো উঠি ।

তোমার চঞ্চল মন, আর ছিনতাইয়ের চাহনি দিয়ে বুঝিয়ে দিলে এই বৃষ্টি হাঙ্গরের মতো হা করে এসে যদি তোমাকে গিলে খায় তবু বৃষ্টির ধারায় প্রাণান্ত ভিজে ছাড়বে। অগত্যা আমার প্রস্তাব, চলো হুড খোলা রিক্সায় শহরময় ঘুরে বেড়াই। দিগ্বিদিক সারাদিন আমাদের ছোটোছুটি শেষ করে যখন বাড়ী ফিরলাম শরীর থেকে ভেজা জামা জুতো খোলার পর খেয়াল করলাম, শরীরে ল্যাপ্টে রয়েছে আরেকটা শরীরের গন্ধ যা একই সূচকে দাঁড়িয়ে। বিঃদ্রঃ ড্রাফট থেকে তুলে আনা । কিছুটা এডিট করা ।

এবং নতুন করে খাওয়ানোর চেষ্টা ছবি সূত্র - গুগল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.