ছবি -নিজস্ব। অবারিত সবুজের মাঠে খোলা প্রান্তর মুক্ত স্নিগ্ধ সমীরণ বহে নিরন্তর সজীব আবেশ মাঝে নয়ন জুড়ায় মুগ্ধ মনে হেরি তারই রূপ মোর অন্তরায় প্রিয়া এইখানে প্রেম চাই মুক্ত হাওয়ায় কয়েকটা গভীর নিশ্বাস তোমার স্কন্ধে ফিসফিসিয়ে বলা তোমার শ্রবণ অঙ্গে ভালোবাসি তোমায় সবুজের এইরূপ যতটা তার চেযে বেশি মুক্ত সুশীতল স্নিগ্ধ হাওয়া ঐ যে খোলা আকাশ বিশাল জলরাশি মাঝে ফুটে থাকা মন মাতানো সহস্র সাদা শাপলা সবুজ দূর্বাঘাসের শিখরে জমে থাকা মুক্তদানার মতন বারিকণা কিংবা চাতকের দীর্ঘ প্রতীক্ষা যতটা বারিবিন্দু কমনায় তার চেয়ে ঢের বেশি ভালোবাসি তোমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।