তাল পুকুরের উত্তর পাড়ে দাদুর বৈঠক খানা সকাল বিকাল সভা বসত সবার ছিল জানা ॥ কেন তারা বসত জান দাদুর বৈঠক খানা, ধুম পানের ধূম ধাম হুকা তামাক টানা॥ রূপ কথার গল্প দিয়ে করত সভা শুরু, সবার চেয়ে বক্তা ছিল দেওয়ান গঞ্জের নুরু ॥ নুরু ছিল গল্প তরু রূপ কথার রাজা, কেরু মেরু দুই ভাই ডুগি তবলা বাঁজা ॥ শেষ বেলা দাদুর পালা উঠে মাজা কসে, কবি আর পাঁচালির সুরে শুনতো সবাই বসে ॥ ছড়া ছন্দ নাচে গানে ভরে দিত শেষে, গাঁয়ের বধু কিশোর কিশোরি জমতো সবাই এসে ॥ এমনি ভাবে দাদুর বৈঠক চলত অবিরাম, দাদু নেই বৈঠক নেই আছে শুধু গ্রাম ॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।