যখন যেমন, তখন তেমন
মনে আজ অনেক ব্যাথা, দূর করতে চাই,
ব্যাথা গুলোকে তাড়িয়ে দিয়ে, হালকা হতে চাই,
ব্যাথা গুলো সব এমন, এমন বলা যায়না সবার মনে,
ব্যাথা গুলো তাই ঘুরে বেড়ায়, নিজেরই পথে ।
অনেক বার বলতে চেয়েছি অনেকের কাছে,
কেউই শুনতে চায়নি, শুধু এড়িয়ে গেছে ।
তবুও আমি রাগ করিনি, হারিয়ে যায়নি সুযোগ,
আজও আশা ছাড়িনি, তবু পেরিয়ে যাচ্ছে সময় ।
ব্যাথ গুলো সব না দূর হলে মন কি হালকা হয় ?
একে একে আজ কত দিন হল, কথাগুলো সব বলা হয়নি আজও,
যৌবন পেরিয়ে বৃদ্ধ হতে চলেছি যে আমি,
আমারি তরে আমিই আছি, শুধু আমার আমি,
শূন্য উননে,শূন্য হাড়ি বসিয়ে, ভাবি একা একা,
ব্যাথা গুলো কি শুধু আমারি থাকবে, থাকব আমি একা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।