মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
আফগানিস্তান নিয়ে ইরানী মুভি মেকার মোহসেন মাখমালবাফের একটা ইন্টারভিউ আছে। উনি আফগানিস্তান নিয়ে বেশ কয়েকটা ছবি বানিয়েছেন। উনার সাক্ষাৎকারটা আফগানদের সমর্্পকে জানার জন্য খুব জরুরী। বাংলাদেশে এটার অনুবাদ বের হয়েছে, খুব ভাল অনুবাদ , আমি পড়ে ছি। সবাই পড়েছে কিনা আমি জানিনা। আমার ইচ্ছা ছিল এখানে এটার অনুবাদ করা বা সারসংক্ষেপ দেওয়া, কয়েক কিস্তিতে। অনুবাদ করলে অন্তত 50 টা পোস্ট ( হিমুর গল্পের সাইজ) লাগবে । আমি জানি না জনগণ আগ্রহী কিনা । হিমুর গল্পের মত অবহেলায় পড়ে থাকলে এত কষ্টের কোন মানে নেই।
আপনাদের কাছে তাই জিজ্ঞাসা আপনারা কি আগ্রহী ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।