দীর্ঘ দুই বছর ধরে আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ খেলে অবশেষে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেল আফগানিস্তান। গতকাল আফগানরা ৭ উইকেটে কেনিয়াকে পরাজিত করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ২০১১ সাল থেকে শুরু হওয়া লিগ চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ১৪ ম্যাচে নবম জয় পেয়েছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে লিগ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করে ২০১৫ সালের বিশ্বকাপে আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গী হচ্ছে আফগানিস্তান। লিগ চ্যাম্পিয়নশিপে ২৪ পয়েন্ট অর্জন করে আয়ারল্যান্ড শীর্ষস্থান অর্জন করেছে।
কেনিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেই প্রথম বিশ্বকাপ- এমন হাতছানির পর আফগানরা কোনো ভুল করেনি। ব্যাটসম্যানদের কাজ বোলাররাই করে দিয়েছেন। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামা আফগানরা কেনিয়াকে মাত্র ৯৩ রানেই আটকে দেয়। দলের পক্ষে হামজা ৩টি এবং হামিদ, করিম ও নবী ২টি করে উইকেট নেন। কেনিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন মরিস ওমা।
এ ছাড়া ১৮ রান করেন প্যাটেল। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জবাব দিতে নেমে মাত্র ২০.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন মুহাম্মদ নবী। এ ছাড়া নওরোজ মঙ্গল ১৯ ও হাশমতুল্লাহ ১৩ রান করেন।
২০১৫ সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানরা এ গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গী হবে। বি গ্রুপে আয়ারল্যান্ড সঙ্গী হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। এ ছাড়া অ্যাসোসিয়েট মেম্বার থেকে আরও দুটি দল ২০১৪ সালে বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্ব খেলার যোগ্যতা অর্জন করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।