এডওয়ার্ড ওয়াদি সাঈদ সাম্প্রতিক বিশ্বে তার ওরিয়েন্টালিজম চিন্তাভাবনা দিয়ে বেশ আলোচনায় এসেছেন। তাকে আমেরিকানরা প্রফেসর অব টেররিস্ট বলে ক্ষেপানোর চেষ্টাও করেছেন। তার চিন্তাগুলো নিয়ে ও পৃথিবীতে অনেক কাজকম্ম হচ্ছে। সম্প্রতি বাংলাদেশেও তাকে নিয়ে 400টাকা মুল্যর একটা বই হয়েছে। তাতে বাংলাদেশের ঘাঘো ঘাঘো পন্ডিতরা পন্ডিতি করেছেন।
বইটার শিরোনামে লেখা হয়েছে ' আবিশ্ববিবেকের কনঠস্বর'। তার জন্ম হয়েছিল ফিলিস্থিনে। তিনি ধর্মে খ্রীষ্টান। তার লেখা গুলোকে আদতে ইসলামী অথবা প্রাচ্যর প্রতিনিধিত্ব মনে হলেও মুলত তিনি তার স্বদেশ হারানো দাগ টা লুকাতে পারছেন না। হা হতে পারে একজন লেককের জন্য তার দেশ অনেক কিছু।
এটাও সত্যযে আমেরিকান সাম্রাজ্যবাদ বর্তমান পৃৃথিবীতে যা খুশী করে বেড়ানোটা শয্য করা যায়না। কিন্তু তিনি প্রাচ্যর বিরুদ্ধে যে জায়গায় দাড়িয়ে পাশ্চাত্যর সাম্রাজ্যবাদি চিন্তা ধারাকে চ্যলেঞ্জ করছেন। সেখানে আরো অনেক বিষয় সম্পর্কে চিন্তার অবকাশ আছে। একদার বর্বর আরবরাও কি সাম্রাজ্য বিস্তারের নামে সারা পৃথিবীতে কম নিযর্াাতন চালিয়েছে। এশিয়া ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশে তারাও কি কম আগ্রাসী অভিযান চ ালিয়েছে।
তারাও কি হত্যা করেনি অহরহ নেটিভ সানদের। আরবের ভূমি তে উদ্ধুত কয়েকটি ধর্মই কি আজকের বিশ্বে এই সন্দেহ আর অশান্তির জন্য দায়ী নয়। হয়তো ইতিহাস আজ আবার ফিরে এসেছে। সাঈদের চিন্তা সম্পর্কে ও বোধয় নতুন করে চিন্তা করার সময় এসেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।