আমাদের কথা খুঁজে নিন

   

নতুন মন্ত্রণালয় প্রয়োজন

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

দেশ আজ উন্নয়নের জোয়ারে হাবুডুবু খাচ্ছে। আরো উন্নয়নের পথে অন্তরায় মূলত দুটি; এক, বিরোধী দল আর দুই, অপ্রতুল মন্ত্রণালয়। তাই আগামী নির্বাচনে জিতে দেশকে আরো নতুন কিছু মন্ত্রণালয়ের মাধ্যমে সেবা দেয়া হোক।

চোরাচালান বিষয়ক মন্ত্রণালয় খোলা এখন বড়ই জরুরি। চোরাচালান এখন বন্যার মতো হয়ে দাঁড়িয়েছে, রোধ করা মুশকিল, তাই মিটিগেশনের কথা বলা হচ্ছে। এই মন্ত্রণালয়ে কোন অভিজ্ঞ জাতীয়তাবাদী বা জামাতীয়তাবাদী চোরাচালানীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে চোরাচালানের যথোপযুক্ত নিয়ন্ত্রণ করা হোক। আর চোরাচালানকেও কিভাবে উন্নয়নের জোয়ারে সম্পৃক্ত করা যায়, সে ব্যাপারেও এ মন্ত্রণালয় খাটবে। রাজাকার বিষয়ক মন্ত্রণালয় খোলা এখন আশু প্রয়োজন।

মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় আছে, রাজাকারদের জন্য নাই, এটা এক চূড়ান্ত বৈষম্যমূলক ব্যবস্থা। জাতি কখনো এটা মেনে নিতে পারে না। এভাবে জাতিকে বিভক্ত করার কোন মানে হয় না। তাই রাজাকার বিষয়ক মন্ত্রণালয় খুলে দেশের আপামর রাজাকার (নতুন ও পুরাতন)দের সেবা করার সুযোগ সৃষ্টি করা হোক। রাজাকারদের জন্য চাকরি বাকরিতে কোটা ও ভাতার ব্যবস্থা করা হোক।

এসব ব্যাপারে এ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। হরতাল মন্ত্রণালয়। হরতাল ও নৈরাজ্য সৃষ্টিকারী দুষ্টুদের শায়েস্তা করার ব্যবস্থা নেবে এ মন্ত্রণালয়। প্রয়োজন হলে একটি আলাদা বাহিনী খুলে হরতাল মুকাবালা করা হবে। হরতাল চলাকালে বিরোধী দলীয় পিকেটারদের পেঁদিয়ে খাল তুলে নেবার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এ মন্ত্রণালয়।

তাছাড়া হরতাল যাতে ঘন ঘন হয়, সে ব্যাপারেও সরকারকে পদক্ষেপ বাতলে দেয়া হবে। টিভি চ্যানেল মন্ত্রণালয়। দেশে কোচিং সেন্টার ও প্রাইভেট ইউনিভার্সিটির পর নতুন সেনসেশন হচ্ছে টিভি চ্যানেল। এই মাশরুমগোষ্ঠীকে নিয়ন্ত্রণের কাজ একা তথ্য মন্ত্রণালয় করতে পারবে না। তাই এদের জন্য আলাদা মন্ত্রণালয় খুলে ফেলতে হবে।

আপাতত এ চারটা মন্ত্রণালয় নিয়েই আলাপ আলোচনা হোক। আপনাদের কোন পরামর্শ থাকলে যোগ করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.