আমাদের কথা খুঁজে নিন

   

আমি সাদা কালো ..............

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

প্রিয় রং সাদা কালো; সাদার মাঝে কালো ভালো না কালোর মাঝে সাদা, যেই মাত্র ঢুকল মাথায় এ সীদতি ধারণা সব ভজঘট কিছুই আর তাল মানেনা , বেতাল। বিকেলে নিজের এ আপন চোখ দেখেছিল বেনসনের ঠোঙায় 2 টি বিষ কাঠি , রাতে আর হাতরেও পাইনা। কোটি মানুষের মাঝে আমার ঘরের চাবি একমাত্র আমারই পকেটে, সে চোখকে আমি তাই কেমনে বিশ্বাস করি। এ চোখতো অমাবশ্যার রাতে চাঁদ নিয়ে কবিতা ফাদার সুরসুরি দিতেই পারে অর্বাচীন আমার মনের কোনায়। সাগরের নোনা জলে মিষ্টি আস্বাদ না পেলে তহমত দেব কারে -চোখ না মুখ।

চোখ যদি মরুবালুরে সাগর বলে চালিয়ে দেয় বিবমিষার ভয়ে মুখ বন্দ করে মেনে নেব, না হলে যদি মরুবালুতে লুকানো চোরাবালিতে মরিচিকা দেখিয়ে নামিয়ে দেয় স্বত্তা। সাদা কালো রঙের প্রিয়ঙ্গু অঙ্গ ছুয়ে আশ্রয় খোঁজে প্রেক্ষক চোখ অপেক্ষা করে ঢেকে যাবার আড়ালেই অর্বাচীনের স্বপ্ন প্রকাশ্যে প্রকাশ। মেঘের ফাকে ফাকে পূণিূমার আলো দেখে মনে জাগে পরিতৃপ্তির উল্লাস। বিসৃষ্ট পোষাকের বুক পকেটে প্রিয় নারীর কান্নার জল , শুকনো কষ্ট। সাদা মেঘে প্রিয় নারীর হাসি আর কালো মেঘে কান্না, চোখ সাদা মেঘে বৃষ্টি খোজে।

সাগরের জলে দেখে এলাম মেঘগুলো বেশ ভিজে ভিজে। কচম্া মনে উধুমধুম অভিলাষ সাদা মেঘ আর কালো মেঘ মিলিয়ে দেখবে চোখ একই ক্ষণে চোখ এর ইচ্ছে সে দীঘীরে পথ ভেবে দেখবে পা আর হাতের ইচ্ছে সে সাতার কাটবে না ডুববে। তবে আমি কে? আমি সাদা কালো অর্বাচীন- সাদায় তাকালে কালো ফুটে ওঠে আর কালোয তাকালে সাদা। 04/07/06 (রাত 12:10)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.