আমি অনেক হতাশ ছিলাম, দরজা বন্ধ করে মেঝেতে শুয়ে ভাবছিলাম, আমার জীবণের লক্ষ কি? আমি কি হতে পারি, সব কেমন অন্ধকার লাগছিল। হটাৎ খেয়াল করলাম, এর জবাব আমার রুমের ভিতরেই আছে,! ফ্যান বলছে: সব সময় মাথা ঠান্ডা রাখবে। ছাদ বলছে: চুড়ায় যাওয়ার চেষ্টা করবে। জানালা বলছে: বাহিরের জগৎটাকে দেখো ভালো করে। ঘড়ি বলছে: সময়ের মুল্য দিবে। দরজা বলছে: সব মন্দ কাজকে বন্ধ করো আজীবণের জন্য। অতঃপর আমি উঠলাম, এবং এগিয়ে গেলাম দরজার দিকে নিজের লক্ষ পূরণে বের হতে।, তখন পিছন থেকে মেঝে ডেকে উঠলো! দাড়াও!! আগে মেঝেতে সিজদা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নাও। . . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।