আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে ‘পিতা’র প্রিমিয়ার

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পিতা’ ছবিটি মুক্তি পায়। এবার মাসুদ আখন্দ পরিচালিত ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা এ প্রিমিয়ার শোর আয়োজন করেছেন বলে জানিয়েছেন মাসুদ আখন্দ।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাসুদ আখন্দ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগামী ৫ মে যুক্তরাষ্ট্রে “পিতা” ছবিটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। বেভারলি হিলসের উইলশায়ার প্রদর্শনীকক্ষে অনুষ্ঠিত হবে এ প্রিমিয়ার শো।

সেখানে হলিউডের ছবিগুলোরও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়ে থাকে। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। ’

‘পিতা’ মাসুদ আখন্দ পরিচালিত প্রথম চলচ্চিত্র। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি সম্পাদনা ও কোরিওগ্রাফির দায়িত্বও পালন করেছেন তিনি। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিনয়ে অভিষেক হয়েছে ছোট পর্দার অভিনেতা কল্যাণের।



‘পিতা’ ছবিতে আরও অভিনয় করেছেন শায়না আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও এরশাদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শাওন, চঞ্চল চৌধুরী, সায়ান, শাকিল, পান্থ কানাই, পলাশ, কনা ও তূর্য।

‘পিতা’ ছবির জন্য মাসুদ আখন্দ ১৫তম মেরিল-প্রথম আলো তারকা পুরস্কারে সেরা পরিচালক ও অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.