দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি
ক.
মানুষ কেন ভালোবাসে? কাকে ভালোবাসে? কতটুকুইবা ভালোবাসে?
ভালোবাসা আসলে কি? এ কি সীমাবদ্ধ? বর্ণ, গোত্র, ধর্ম, স্থান - কাল - পাত্র, এসবের মাঝে কি আবদ্ধ?
খ.
আমরা মানুষ মাত্রই দ্্বৈত সত্তার অধিকারি, পশু ও শিশু। আমরা মানুষ মাত্রই মুখোশধারী। সর্বদা সদা সতর্ক রঙ বেরঙের মুখোশের আড়াল ঠেলে আমাদের আসল স্বরুপ যাতে প্রকাশ না পায়।
কিন্তু অল্প কিছু সাহসী মানব-মানবী এর ব্যতিক্রম। নিজের স্বরুপ প্রকাশে তাদের কোন জড়তা নেই, নেই কোন আতঙ্ক।
কারণ তারা জানে সাদাকে সাদা ও কালোকে কালো বলার মাঝেই আসল বীরত্ব। সমাজের যে স্তরেরই হোক না কেন এরাই সত্যিকারের আলোকিত মানুষ।
গ.
ভালোবাসা কি? সেতো অসীম - অশেষ, আনবাউন্ড।
অন্যদিকে আমাদের জীবন সামর্থ্য, চাওয়া - পাওয়া, আনন্দ-বেদনা সবই সীমিত। আমারা অনেকেই জীবনের সীমিত আনন্দ-বেদনার মাঝেই বন্দী করে রাখি আমাদের অপরিসীম ভালোবাসাকে।
কিন্তু সেই গুটিকতক আলোকিত মানুষরাই পারে তাদের অপরিসীম ভালোবাসাকে সীমিত জীবনের সীমিত চাওয়া-পাওয়ার উর্দ্ধে স্থান দিতে। স্থান-কাল-পাত্র নির্বিশেষে ভালোবাসতে। ভালোবাসতে সকল ভালোবাসার উৎস মহান স্রষ্টাকে, স্রষ্টার সৃষ্টিকে।
তারাই পারে ভালোবাসা দিয়ে অন্ধকার ভেদ করতে, আলো বয়ে আনতে। ।
=======================
উৎসর্গ - সকল আলোকিত জীবনের প্রত্যাশী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।