আমাদের কথা খুঁজে নিন

   

খোলস ও মুখোশের কাব্য

আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে

খোলস পাল্টে বেঁচে আছি…
একে বেঁচে থাকা বলে কি না
জানি না।
জানি না, এই খোলস আমার শরীরে
মানিয়ে যাবে, নাকি একদিন
অস্থির হাতে, খামচে টেনে
ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেব
আমার বাসার পেছনের
“রামচন্দ্র খাল” নামের প্রায় মৃত
নর্দমায়….।

আমি মুখোশধারী নই, তবু
সর্বসময় নিজের মুখের ওপর
এঁটে থাকা এক অদৃশ্য মুখোশ
অনুভব করি।
অনুভব করি, আমার ভেতরের আমিকে
আবারো নিজের ভেতর কবর দিয়ে
এক সুতীব্র সূক্ষ্ম যাতনায়
পার করে চলেছি দিবা-নিশি…
চোখে শুকানো অশ্রু আর
মুখে শুষ্ক হাসি…।

১.৩.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।