শনিবার পুরো পাকিস্তানজুড়েই প্রবল বৃষ্টিপাত হয় বলে জানিয়েছে দ্য ডন।
বেলুচিস্তান প্রদেশের তথ্যমন্ত্রী কামার মাসুদ জানিয়েছেন, প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতজনিত কয়েকটি দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে।
বেলুচিস্তানের ঝল মাগসি, হাব, নাসিরাবাদ, জাফ্ফরাবাদ, সিবি, বোলান ও অপর কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানান তিনি।
বৃষ্টিতে হাব শহরে একটি কারখানার দেয়াল ধসে তিনটি শিশুসহ পাঁচজন নিহত হয়। ঝল মাগসিতে একজন ও লোরালাইতে অপর একজন বৃষ্টিজনিত দুর্ঘটনায় মারা যায়।
দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে বৃষ্টিজনিত কয়েকটি দুর্ঘটনায় চারটি শিশুসহ অন্তত আটজন নিহত হয়। এসব ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
করাচির পাপোস নগর, লিয়াকতাবাদ ও মডেল কলোনি এলাকায় বিদ্যুতায়িত হয়ে চারজন নিহত হয়। কোরাঙ্গি এলাকায় আটকে পড়া বৃষ্টির পানিতে ডুবে দুটি শিশু মারা যায়, উত্তর নাজিমাবাদ এলাকায় মারা যায় আরেকজন।
এছাড়া গুলজার ই হিজরি এলাকায় ঘরের ছাদ ধসে তিন বছরের এক শিশু নিহত হয়।
নিপা চৌরঙ্গি এলাকায় একটি সিনজি স্টেশনের ছাদ ধসে পড়লে বেশ কয়েকজন আহত হয়।
প্রবল বৃষ্টিপাতের পর করাচির বেশ কয়েকটি আন্ডারপাস পানিতে তলিয়ে গেছে। বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। রাস্তায় জমে যাওয়া পানিতে যানবাহন আটকা পড়ে অচলাবস্থা তৈরি হয়েছে।
অপেক্ষাকৃত নীচু এলাকায় বসবাসকারী কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
প্রবল বৃষ্টিপাতে সিন্ধু প্রদেশের লারকানা ও কাম্বার-শাহাদাতকোট জেলায় দুইজন নিহত হয়েছে।
বৃষ্টিপাতে সৃষ্ট দূর্যোগের কারণে হায়দারাবাদ শহরে বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাত না কমলে উদ্ধার ও ত্রাণ কাজের জন্য সেনাবাহিনী তলব করার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন হায়দারাবাদের প্রশাসক বরকত রিজভি।
প্রবল বৃষ্টিপাত ও হঠাৎ বন্যায় উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়া ও কেন্দ্র শাসিত ক্ষুদ্র-নৃগোষ্ঠি অধ্যুষিত এলাকায় সতের জন মারা গেছে।
উত্তর ওয়াজিরিস্তানে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টিপাতে প্রদেশটিতে ১শ’ ২০ বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ে মুখপাত্র লতিফুর রেহমান।
পাকিস্তান আবহাওয়া বিভাগের তথ্যানুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায়ও দেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।