জল কে চললো কার ঝিয়ারী এ জনপদে হর হামেশাই মুক্তিযুদ্ধ বিক্রি হয় দেশপ্রেম এ জনপদে পরিনত হয় পণ্যে, এখানে প্রকৃত বিপ্লবীর বিরুদ্ধে ডিক্রী হয় মানুষ ঘুরে মানুষেরই প্রাণ নেয়ার জন্যে! এ জনপদে লাঠিয়ালকেই সবাই নেতা মানে ভদ্রলোককে বলা হয় 'এ লোক কাজের না', মহৎকাজের চেষ্টাকে এ জনপদ বৃথা জানে বলে, বনের মোষ তাড়ানো 'এ কাজ নিজের না'। এ জনপদ আজও নিকৃষ্টদের মাথায় তুলে নাচে এখানকার সর্বত্র চলে তাই ভণ্ডদের পদচারনা, অন্যায়ের সুযোগে এ জনপদ হাঁফ ছেড়ে বাঁচে তবু তাদের নিজেদের নিয়ে বড় উচ্চ ধারনা! এ ভূমি ভরে উঠেছে কোটি কোটি মিরজাফরে হাতে তাদের কৌটা ভরা আর্সেনিক, বিষাক্ত হেমলক মাথায় টগবগে সায়েনাইট, আর দেহ ঢাকা কাফনের কাপড়ে এ জনপদ ভরে উঠেছে কোটি কোটি মিরজাফরে! Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।