কপিরাইট সাকিব ২০০৬-২০০৯: সামহোয়্যার ইন ব্লগ, সর্বস্বত্ত সংরক্ষিত
আমি চট্রগ্রাম এ গিয়েছিলাম। আমাদের ব্লগের জুয়েল Click This Link ভাইয়া ও চট্রগ্রাম এ থাকেন। ভাবলাম এই সুযোগ আর মিস করা যায় না। বাংলা ব্লগ যখন এত দারুন সুযোগ করে দিয়েছে। আর অপরিচিত মানুষের সাথে কথা বলতে এবং পরিচিত হতেও অনেক আনন্দ লাগে।
অট্রোগ্রাফ নিতে তো মিস করি না। তারই কিছু আপনাদের সাথে শেয়ার করব।
বাংলা ব্লগ যদি কিছুই না করে থাকে তবে এইটা কথা স্বীকার করতে হবে বাংলা ব্লগ কিছু ভালো মনের মানুষের সাথে পরিচিত হবার একটা ধারুণ সুয়োগ করে দিয়েছে। সত্যি বলছি !!! আমরা প্রত্যেক ব্লগারই কিছু ভালো মনের বন্ধু পেয়েছি। যারা আমাদের থেকে অনেক দুরে থেকেও অনেক কাছে.............
চট্রগ্রাম আগ্রবাদে আমার খালার বাসায় ছিলাম।
সেখান থেকে CEPZ প্রায় 3 কিঃমিঃ। যেতে খুব কষ্ট হয় নাই। আর আমি আবার চট্রগ্রাম আগেই ঘুড়েছি। তারপরও খালাতো ভাই জনি সাথে ছিলো। দুইজনে মিলে গেলাম।
CEPZ গিয়ে সোজা মেইন রোড ধরে হেঁটে বাম দিকে ট্রান নিলে YCL বা Youngone (CEPZ) Ltd. আসলে গেছি তো জুয়েল ভাইয়াকে জ্বালাইতে। কতক্ষন জ্বালাইছি তার সময়টা উল্লেখ্য করলাম না। আসলে কোথায় দিয়ে যে সময় গেলো টেরও পাইনি !!! তবে অনেক সময়...
জুয়েল ভাইয়ার অফিসটা আমার দারুন লেগেছে। ঐ খানে গিয়ে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। আর আমার যেকোন কিছু জানতেও ভালো লাগে।
অনেক কিছূ দেখালেন। যার কিছুটা আমি শেয়ার করব। যদি পারতাম তাহলে ব্লগারদের...
জুয়েল ভাইয়া এর বসার স্থান থেকে পূর্ব দিকে একটি রুম আসে। সেখান থেকে সেন্ট্রালই সব গুলো পিসি পরিচালনা করা সম্ভব হয়। তাদের CEPZ প্রায় 1500 PC আছে।
আর আমি যে কম্পিউটারটা দেখেছি তার Price এক কোটি সাতাশ লক্ষ টাকা(সবগুলো PC ঐখান থেকে পরিচালিত হয়)। এইটাতে 14 টা Processor আছে। সাথে আছে 6000 MB RAM এবং হার্ডডিস্কে স্পেস আছে 10000 GIGA. আর ব্যাকআপ তো আছেই। সত্যি দেখার মত।
তবে জুয়েল ভাইয়ার PC থেকে আরো অন্যের পিসিতে ইচ্ছা করলে ঠুকে যাওয়া যায়।
1500 PC দেখা যায়। ঐটাও দেখলাম। এমনকি এক জনের পিসিও রিস্ট্রাট দিয়েও দেখালেন। সে কি কাজ করছে তাও দেখা যায়।
ভাই মানুষের স্মৃতি গুলো তো মুছে যেতে থাকে।
তাই স্মৃতি গুলো স্মরণ করে রাখার জন্য লেখাটা পোস্ট করলাম। হয়তো অনেক বছর পড়ে এগুলো দেখলে অনেক ভালো লাগবে। যদি সামহোয়্যার ইন ব্লগ থাকে...
জুয়েল ভাইয়া কিন্তু মানুষটা অসাধারণ। বাংলা ব্লগের মাধ্যমে পরিচিত 1ম কোন ব্যক্তি এবং 1ম দেখা। সত্যি অনেক ভালো লেগেছে জুয়েল ভাইয়া।
আর ভাইয়া আপনার Ubuntu (linux for human beings) আমি রিসেন্টলী ইনস্টল করব। সমস্যা হইলে তো প্রযুক্তিবিদ আসেই।
তবে চট্রগ্রাম এসে আবার ঢাকার অনেক কিছু মিস করলাম। 23ই জুন এ কালপুরুষ ভাইয়ার এর বাসায় সবাই একত্রিত হয়েছে। Kowshik vai - vabi, dhansiri, Abu saleh , Jhorohaowa, Shorot Bhai, Sunil somuddro, Ataur Bhai , Raag imon, Arafat rahman, Prapti সবাইকে মিস করলাম।
তবে আগামীতে আর মিস করছি না।
বিঃদ্রঃ জুয়েল ভাইয়া কোন লেখায় কোন ভুল হলে তা প্লিজ সংশোধনের জন্য মন্তব্য অংশে লিখে দিবেন।
আরেক কথা জুয়েল ভাইয়া,
রাঙ্গামাটি যাওয়ার একটা সুযোগ পেয়েছি। এই মাসের শেষ সপ্তাহ বা আগামী মাসের প্রথম সপ্তাহ। মিস করতে চাচ্ছি না।
কিন্তু বুঝতে পারছি না যাবো নাকি যাবো না।
জুয়েল ভাইয়া,আমি কিন্তু 'চা' পান করি না। তবে গতকাল আপনার জন্যে 'চা' খেয়ে আমার 4 মাসের '''টি স্টাইক''' ভাঙ্গছি। বাসায় সবাই শুনে আশ্চর্য হইছে।
জুয়েল ভাইয়া আমি কখনো অট্রোগ্রাফ এর ছবি দেই না।
তবে যদি আপনার আপত্তি না থাকে তবে তা পোস্ট করতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।