দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি
(প্রথম কিস্তি - Click This Link)
'এবারের সংগ্রাম, স্বাধিনতার সংগ্রাম'
শেখ মুজিবের এ বিখ্যাত বক্তৃতাই আমাদের স্বাধিনতার প্রথম ধাপ। সোহরওয়ার্দী উদ্যানের ঐ বক্তৃতা সমবেত লক্ষ লক্ষ মানুষের বুকে একটি স্বপ্নের বীজ রোপন করেছিল, স্বাধিনতার স্বপ্ন। আর ঐ একটি দুর্জেয় স্বপ্ন'র কারণেই হাজারো প্রতিকুলতার মোকাবিলা করে, ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে, স্বাধিন বাংলাদেশের জন্ম। সেদিন যদি এই স্বপ্ন না দেখানো হত তবে হয়তো ইতিহাস অন্যরকম হতো।
আসলে পৃথিবীর সব মহৎ অর্জনই কোন না কোন স্বপ্নের ফসল।
যে কোন সাফল্য - মালার (success story) প্রথম পদক্ষেপ স্বপ্ন দেখা।
'Success starts with a dream, which becomes an idea, which then takes over the mind and compels it to achieve this idea.'
অবশ্য স্বপ্ন দেখতে হবে বাস্তব সম্মত ম্বপ্ন। বাস্তব বিবর্জিত আকাশ কুসুম স্বপ্ন নয়। আবার এমনও নয় যা নিজস্ব যোগ্যতার পুরো পুরি সদ্্ব্যবহার করেনা। যেমন একজন ছাত্র স্বপ্ন দেখতে পারে ভাল ফলাফল করার, ক্লাসের সবচে' ভাল ছাত্র হওয়ার।
এ স্বপ্ন'র একটি টাইমলাইন থাকতে হবে, মানে কতদিনের জন্য এ স্বপ্ন।
অতপর: স্বপ্ন পুরণের, স্বপ্ন পানে ছুটে চলার আয়োজন। যা হবে এ স্বপ্নকে বাস্তবে রুপান্তনিত করার বাস্তবসম্মত পদক্ষেপ।
মানুষ মাত্রই সামাজিক । কেউই একা একা বাস করতে পারেনা।
সুতরাং তার স্বপ্ন দেখাও শুধু আত্মকেন্দ্রিক হলে হবেনা, তার পরিবার, আশপাশের পরিবেশ, দেশ ও সমাজ, সকল কিছুরই অন্তভর্ুক্তি চাই এ স্বপ্ন দেখায়।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।