আমাদের কথা খুঁজে নিন

   

শুধু মন্তব্যের জন্য দ্্বিতীয় প্রকাশ

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

পোস্টখানা দিয়েছিলাম একটা লেখা টেস্ট করার জন্য কিন্তু গতকাল ডিলিট অপশন বন্ধ করে দেয়ার জন্য আর মুছতে পারিনি। আজ দেখলাম শাওন একখানা মন্তব্য করেছেন। আমার আগের পোস্ট Kx fvwe Kx wjwL -এর মন্তব্য এখানে করেছেন। তাই কবিতাখানা আবার এখানেও পোস্ট করে দিলাম। .... বলা যায় দ্্বিতীয় প্রকাশ- খুব বড়ো একখানা কবিতা লিখবো আজ।

এমন এক কবিতাঃ যার দৈর্ঘ্য ছাড়িয়ে যাবে তোমাকে- তোমার সকল অহমিকা, দাম্ভিকতা। সর্বোপরি, তোমার চিরন্তন অবহেলা। গতি থমকে গেলো। শুধু একটি শব্দের কারণে- অবহেলা। ভাবনা আমার তাই ভাবনাতেই; বয়ে গেলো বেলা- না বলায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.