মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
সাপ লুডু খেলা চলছে । সাধকের কল্কির ধোঁয়া নাকে মুখে। শিকদার সাহেব আপনমনে দেশদ্রোহীদের তালিকা করে যাচ্ছেন। করে যাচ্ছেন। করে যাচ্ছেন।
ধুস শালা এত লোক, আবার হিসাব।
আমাদের দেশপ্রেমী শাখামৃগ সংস্কৃতির নতুন সংজ্ঞা নামিয়েছে। কারনেলে ভূমি নেই, আছে র্ধম। কি ভয়াবহ আবিষ্কার। চারিদিকে ছোটাছুটি ।
উৎস একটার পর একটা জার্নাল ঘাঁটছে ,কি ভাবে এই নতুন সংজ্ঞা এল । শৌমচৌ মুখে কুলুপ এটে, আবার লুবিয়ানার পথে। রাসেল(...........) জে. সি পেনি তে গিয়ে দেখে পুরা দোকান জোব্বা আর হিজাবে সয়লাব। নিজের জন্য দেখে শুনে একটা কাস্তে মার্কা জোব্বা কিনবে ভেবেছিল সুমন চৌ ওরা বলল না কাস্তে বলে কিছু নেই। ওটা অবসলিউট।
নতুন লোগো আসছে শাখামৃগ। বদ্দা খুব মন খারাপ করে ভাবলেন যা আছে কপালে ছিড়া ফতুয়া পইরাই থাকুম ।
এদিকে শিকদার লিস্টে নাম গুণেই যাচ্ছেন। একি নাম তো মনে হচ্ছে ১৪কোটি হল। কারণ কি।
সবাই তবে দেশদ্রোহী, তবে দেশপ্রেমী কে ?
আমি একমাত্র আমিই বলে শিকদার উল্লম্ফন করতে ব্লগিয় পুকুরে ঝাঁপ দিল। ইউরেকা ....ইউরেকা .....১৪ কোটি পাবলিক ভুল আমি ঠিক , আমিই একমাত্র দেশপ্রেমী।
পুকুরের পাড়ে সাক্ষাৎ রর্য়টাস বসে, খিচতাছে ফটুক । ওর কলার চেপে ধরেছে গোধূ । গোধূর , চিৎকার সর সর আমারে আইতে দে ।
আমি দেখুম আমি । পাড়ে বসে মাছ ধরছিলেন অল্প বাক, খুব বিরক্ত হলেন , '' রোদেলা দুপুরে মধ্য পুকুরে অবুঝ শিকদারের বেবুঝ সাঁতার দেখে '' । আপন খুব দ্রুত রিপোর্ট লিখতাছে আপন মনে , এইবার একটা উল্লম্ফনের রের্কড মনে হয় হইল।
স্বরহীন রেগেমেগে বললেন , এই রকম হুট হাট ঝাপ দিলে আমার গোলমাল ভাইটির জন্য মাছ কেমনে পামু , ও তো আইবে জুলাইয়ের কোন দিন । কেমনে ওরে খাওয়াই ?
=======================================
20 শে জুন, 2006
গোধূলি, 6:17
কলাম্বিয়া ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।