আমাদের কথা খুঁজে নিন

   

সাদিক এলো এবং উড়লো

লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

গতকাল সাদিক চলে যাবার পরে মন খুব খারাপ লাগছিল । এদিকে অগের দিন থেকে চোখের অবস্থা খারাপ যাচ্ছিল । এখনও একটু একটু ঝাপসা ভাব আছে । তবুও সকালে উঠে আর থাকতে পার লাম না । ব্লগে থমথমে পরিস্থিতি দেখে ছেড়ে দিলাম গ্রীল পার্টির মূল পর্ব ।

সাদিক এসেছিল পরশুর আগের দিন সন্ধায় । স্টেশনে গিয়ে দেখি দুটো সুটকেস নিয়ে বসে আছে ছোট খাট একটা মানুষ । আমার ধারনা ছিল সাদিক বেশ লম্বা-চওড়া হবে । আশা ভঙ্গ হলো । আমার সাইজেরই এক নিরিহ বাঙালী ।

তবে চোখে মুখে একটা আশ্চর্য সারল্য । বাসায় পৌছে খাওয়া দাওয়া সেরে বের হলাম শহর দেখতে । সেন্টারে একটু ঘোরাফেরা করে চলে এলাম । পরদিন গেলাম কাসেলের আইকন হারকিউলিস দেখতে । বেশ অনেক সময় ছিলাম সেখানে ।

তারপর লাঞ্চ করলাম ইঞ্জিনিয়ারিং ফ্যাকালটির মেনজায় । মেনজা মানে যেখানে ছাত্ররা লাঞ্চ করে । বেচারার জন্যে কিছুই ছিলনা ভালো । মানে মাছ শেষ, মুরগী বা টার্কিও নেই । ভেজিটেবিলে লাঞ্চ করতে হলো ।

বাঙ্গালী ছাত্রদের খবর দিলাম । টিটু নামে ইলেকট্রিক্যালের এক বন্ধু রাতে তার বাসায় দাওয়াত দিলো । লাঞ্চের পরে আবার বের হলাম । বুগা জে তে নিয়ে সাদিককে দেখালাম আমার স্বপ্নের গ্রীল পার্টির স্পট । ওনেক ছবি তুলেছে সাদিক ।

ধূসর গোধুলীর আসার কথা ছিল । ব্যাটা মিটফারেন মিস করেছে । ও আসলে জমিয়ে মজা করা যেত । যাই হোক পরে শহরে আরও ঘুরলাম । টিটুর বাসায় কাসেলের অবশিষ্ট বাঙালী ছাত্রদের সমাবেশ হলো ।

টিটু চ্যাম্পিয়ান ধরনের রাধুনি । সেখানে ব্রাজিলের খেলাও দেখলাম সবাই মিলে । ধূসর গোধুলির সাথে রফা হলো পরদিন ফ্রাঙ্কফুর্টে দেখা হবে । রাত থেকেই মন খারাপ লাগছিল । মনে হচ্ছিল সাদিক আরও কমপক্ষে হপ্তা খানেক থাকলে ভালো হতো ।

পরদিন ফ্রাঙ্কফুর্ট পৌছলাম বেলা দশটায় । সাড়ে দশটার দিকে গোধূলীর দেখা মিলল । বেশ চটপটে পাবলিক । উচ্চৈ:স্বরে হাসে । আমার বরাবরই শব্দকরে হাসা পাবলিক ভাল্লাগে ।

সাদিকের লাগেজ পঠানো হলে আমরা বসলাম পাশের একটা ক্যাফেতে কিছুক্ষণ । সেই মিনিট বিশেকে মনটা আরও খারপ হয়ে গেল । মানে হচ্ছিল আমরা মাত্র মিট করেছি। এরপরে চলবে আড্ডা । যাই হোক ।

সাদিক চলে গেলে আমি আর ধূসর গোধূলী একসাথে ঘুরলাম কিছুক্ষণ ফ্রাঙ্কফুর্ট এ । আবহাওয়া ভালো ছিল । ওই ব্যাটারও তাড়া আছে কাজের । কিছুক্ষণ গ্যাজানো হলে যে যার পথ ধরলাম । সাদিকের সাথে আবারও দেখা হবে এই আশাই করি ।

কাল শরিরটাও ভালো ছিল না । চোখে অর্ধেক দেখতে পাচ্ছিলাম । মন টন খারাপ করেই বাড়ি ফিরলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।