আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকার আর অনিশ্চয়তার দিকে জাতীয়তাবাদীর যাত্র আর নেতৃীত্বে আসার আগে তারেক র্দুনীতি অভিযুক্ত

(لا اله الا الله محمد رسول الله) বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সু ভাগ্যবান দল হলো বি,এন,পি। শুধু তায় নয় বাংলাদেশের ইতিহাসে এই দলটি এখনো পর্যন্ত সর্বোচ্চ দিন ও সর্বোচ্চ সময় পর্যন্ত ক্ষমতায় থাকার গৌরব অর্জন করেছে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শহীদের পর জিয়ার সেনা কর্মকর্তার সুবাদে খুব সহজে দাবাখেলার গুটিরমত চাল দিয়ে অন্যায় ভাবে গ্রাস করলেন রাষ্টীয় ক্ষমতা, ১৯৮১ সালে জিয়ার মৃত্যুর পর ১৯৯১ সালে সেই সেনা শাসকের জনগণের চোখে ধুলো দেওয়া জিয়া জনপ্রিয়তার হাত ধরে ক্ষমতায় আসেন আবারো বি,এন,পি, আবার পুনরায় ২০০১ সালে রাজাকারের হাত ধরে ক্ষমতার মসনদে পা রাখেন বি,এন,পি। প্রতিবারেই বি,এন,পির ক্ষমতায় যাবার পেচনে কাজ করেছে ভাগ্য, আওয়ামীলীগের দুর্বল সিদ্ধান্ত আর আর আওযামীলীগের দুর্বল ইলেকশন ইঞ্চিনিয়ারিং, একটি দল একটি রাষ্টীয় ক্ষমতায় যেতে হলে দরকার বিপুল জনপ্রিয়তা আর রাজনৈতিক বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞা যা বি,এন,পিন কখনো ছিলনা, বি,এন,পি আওয়ামীলীগের রাজনৈতিক চিত্র আর তৃণমূল পর্যায়ের অতীত নির্বাচন গুলোর চিত্র ভাল করে পর্যবেক্ষণ আর বিশ্লেষন করলে খুব সহজে স্পষ্ট বুঝাযায় বি,এন,পি দুর্বল রাজনৈতিক দৃশ্য। এবার সম্ভবত নিশ্চিত চুড়ান্ত বিপর্যয়ে পড়তে যাচ্ছে বি,এন,পি, মারাত্বক সীমাহীন র্দুনীতি, জিয়া পরিবারের সদস্যদের ব্যক্তিগত ভাবে র্দুনীতির সাথে সরাসরি জড়ীত, রাজাকারের সাথ রাজনৈতিক সমজোতা, মৌলবাদ আর উগ্র জঙ্গীবাদীদের সমর্তন, ফতোয়া বাজী ও নারী বিদ্বেষীদের মোল্লাদের সাথে ঐক্যমত পোষণ, অশিক্ষিত নেতৃীত্ব, নিজ দলের ভিতর শীর্ষ নেতারদের বিদ্রোহ, বি,এন,পি প্রতিষ্টতা সদস্য অলী আহম্মদ, নাজমুল হুদা, বদরুদ্দোজা চৌধুরীর মত নেতারা দরের বাইরে, সবমিলিয়ে মারাত্বক বিপর্যয় আর হুমকির মুখে বি,এন,পি, বি,এন,পি আরো মারাত্বক হুমকি ও সঙ্কট মুখে পড়েছে শীর্ষ নেতৃীত্ব নিয়ে, আগামী দিনে খালেদা জিয়ার পরিবর্তে কে হবেন এই দলের সর্বোচ্চ নেতা? এই প্রশ্নের উত্তর খুব সহজে পাওয়া যায়, বি,এন,পির সর্বোচ্চ নেতৃীত্বের হাল দরবেন জিয়ার ও খালেদা দম্পতির বড় ছেলে তারেক রহমান, ইতি মধ্যে বি,এন,পি হারে হারে টের পাচ্ছেন তারক রহমান যদি বি,এন,পির শীর্ষ নেতৃীত্বে আসেন বি,এন,পির পরিণতি কত নাজুক আর দুর্বল হতে পারে, তবে এটাও সত্য যে খালেদা জিয়ার পরিবর্তে বি,এন,পির শীর্ষ নেতৃীত্ব দেবার জন্য তারেক রহমান ছাড়া আর কেউ নেই, তারেক রহমান ছাড়া বি,এন,পি অন্য কোন বিকল্প নেতাও খুজে পাচ্ছেনা এই মুর্হুতে, বি,এন,পি নেতা নেত্রী, সমর্তক যারা মনে করতেছে তারেক রহমান বি,এন,পির নেতৃীত্বে আসলে বি,এন,পি আবার ঘুরে দাড়াতে পারবে আর বি,এন,পি সতেজ আর চাঙ্গা হবে, যারা এই রমক মনে করেন তারা ভুল করবে, তারেক রহমান যদি বি,এন,পির র্শীষ নেতৃীত্বে আসেন বি,এন,পি বাংলাদেশের একটি চথুর্ত শক্তি রাজনৈতিক দলে পরিণত হবে, বি,এন,পির অবস্থান নিশ্চিত জাতীয় পাটি ও জামাত শিবিরের পরে চলে যাবে, এবার দেখা যাক তারেক রহমান যদি বি,এন,পির শীর্ষ নের্তৃীত্বে আসেন কেন বি,এন,পি অস্থিত্ত্বে সংকট মুখে পড়তেপারে তার একটি বিশ্নেষন । বাংলাদেশের ইতিহাসে এই যাবৎ যে কটি রাজনৈতিক দল ক্ষমতায় আসেছে সেই দলগুলোর নেতারা হলো ১) বঙ্গবন্ধু শেখমুজিবর রহমান।

২) জিয়াউর রহমান। ৩) হুসাইন মুহাম্মদ এরশাদ। ৪) খালেদা জিয়া। ৫) শেখহাসিনা। এই পাঁচ জনের মধ্যে তারা কেউ ক্ষমতা গ্রহণের আগে কোন রকম র্দুনীতিতে জড়ীত ছিলনা, বা তাদের সর্ম্পকে কোন রকম র্দুনীতি বা অন্যায় অনৈতিক কোন কাজের প্রমাণ পাওয়া যায়নি, যদিও জিয়াউর রহমান ও এরশাদ অবৈধ ভাবে ক্ষমতা গ্রহণ করেন, কিন্তু তারেক রহমান শীর্ষ রাজনৈতিক পর্যায়ে আসার অনেক আগেই জড়ীয়ে পড়েন র্দুনীতিতে ও ক্ষমতার অপব্যাবহারের অনৈতিক কাজে।

নিজে র্দুনীতির মামলা মোকাবেলা করতে না পেরে চিকিৎসার নাম করে দীর্ঘ্য দিন পালিয়ে আছেন বিদেশে, শীর্ষ নেতৃীত্বে আসার আগেই অন্যদেশের কাছে রাজনৈতিক আশ্রয় ভিক্ষা নিয়ে আশ্রিত হয়ে আছেন, লন্ডন হতে মক্কা আর মদীনায় আসতে পারেন কিন্তু নিজ মাতৃভুমি ঢাকায় আসতে পারেনা? আসুন সাবই দেশকে বাচাঁয়, যারা র্দুনীতিবাজ নেতৃীত্বেকে প্রত্যাখ্যান করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।