ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
মানুষের তুলনা দেবার মতোন নেই কিছুই।
কুকুরেরও তবু প্রভুভক্তি আছে
যত্রতত্র যৌন-বিহার, কামড়াকামড়ি যাই করুক
প্রভুর বিপদে অন্তত দাঁড়ায় এসে পাশে
আপ্রাণ চেষ্টার নেই ত্রুটি নেই কোনো।
মৃত্যু এসে যতোদিন না বিচ্ছিন্ন করে ওই পাখির জোড়াকে
ততোদিন থাকে সুখে-দুঃখে, আনন্দ ও বেদনায়
অথচ মানুষ ভুল-মন্ত্রে পরায় গলার মালা
ভাঙে ঘর প্রতিদিন নানান ছল-ছুতোয়।
না-আকাশ না-বাতাস কিংবা শ্যামলিমা
মানুষের মতোন কোথাও প্রতিচ্ছবি নেই
নেই কোনো ছায়া-
রয়েছে ঘেন্নার থুথু-মানুষ নামক আজব জন্তুর বিষ্ঠা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।