সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
কতোদিন সুর্যের তুলি হাতে
সারাদিন ছবি অাঁকে রোদ্দুর,
আর কতোদিনই বসন্ত নি:শব্দে
ফেরারী হয়।
কতোদিন রাত বিরেতে নদী
মাতাল হয় সহসা চুম্বনে,
নকশী কাঁথায় সাতার কেটে
নীল হয় কতো অবোধ বালিকা।
কতোদিন নীলনদে ফেনা তোলে
ছুঁয়ে যায় নিরম্ভর আকাশ,
প্রেয়সীর শাড়ির আঁচলে
বিলি কাটে অশ্লীল রোদ।
কতোদিন বকের শুভ্র ডানায়
অশরীরি বিষাক্ত চুম্বন,
কতোদিন বেহুলা মনসা মিলে
একাকার করে নিবিড় সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।