আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।
আয়মনারে আয়মনা তুই আমারে কষ্ট দিছস -
বহুত কষ্ট দিছস তুই আমারে!!
পাটশোলার লাহান ভাইঙ্গ্যা দিছস স্বপ্নের হাড়গোড়,
চপপলের লাহান ক্ষয় কইরা দিছস শান্তির শুকতলি,
ঢাইল্যা দিছস পানি ওঁম ধরা বিছানায়,
চোখ থেইক্যা কাইরা নিছস আরামের ঘুম,
চানি্নর রাইত, সহাল বেলার নরম রোইদ।
বহুত, বহুত কষ্ট দিছস তুই আমারে !
পাশের বাড়ির আঁসের লাহান
আমারে খেদাইয়্যা দিছস তোর উডান থেইক্যা,
আমার দুঃখরে নিয়া তুই খেলছস পাঁজগুডি,
ঝাইফালি খেলছস চোক্ষের পানিতে,
বুক দিয়া হাইট্যা গেছস অন্যের উডানে।
অহন, অহন আমার বুকের মদ্যে
গোবরের কারির লাহান দলা পাঁকতাছে গাও।
রক্ত পড়ে, পুঁজ পড়ে হগ্গল সময়।
অহন, অহন এই গাও আর সাইরা উডেনা.....
কষ্টের পট্টিও খুলেনা বুক থেইক্যা কারো মিহি আঙ্গুলে....
আয়মনারে আয়মনা তুই আমারে কষ্ট দিছস -
বহুত, বহুত কষ্ট দিছস তুই আমারে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।