আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ালী সাহেব সমীপে এবং মারাদোনার ভক্তরা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

তবে বাস্তিতুতার কথা শুনে যথেষ্ট মজা পেলাম । কিন্তু যথেষ্ট কিনা তা জানি না । যাই হোক । আপনার কথা ঠিক '''মারাডোনা ''' এর উপর ভরসা করে আর্জেন্টিনার পক্ষ টানেন অনেকেই । আমার ভয় হয়, কালের গর্ভে মারাডোনা চাপা না পড়ে যায়, তবুও তা বাস্তব ।

বিদেশে ব্রাজিল এর জয় জয়কার, রোনালডো , রোনাল ডিনহো, রবাতের্া এরাই মাতিয়ে রেখেছে । সুতরাং ওদের পাল্লা টাই একটু ভারি । কিন্তু বাংলাদেশ যে আসলেই ''মারাডোনার ভক্ত'' হয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে গেছে, তারা হয়ত তা জানে না । যা হোক আমি চেষ্টা করব । বাংলাদেশের পক্ষ হয়ে আর্জেন্টিনার জাতীয় দলের ইমেইল এড্রেসে চিঠি দেওয়ার , কিন্তু আমি গুছিয়ে লিখতে পারি না।

তাছাড়া ভাল একটা ছবি দরকার, বাংলাদেশে যে, আর্জেন্টিনার পতাকাই বেশি উড়ে তা বোঝাবার জন্য । আমরা যে, তার অনেক ভক্ত , ভিডিও ফুটেজ হলে তো কথাই নেই । কিন্তু এত বড় একটা কাজ করার ভার নেওয়ার ক্ষমতা আমার , আমাকে কেউ সাহায্য করবেন । করবে ওয়ালী সাহেব ? অথবা অন্যরা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.