আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ১৪ই মার্চ ১৯৭১,বঙ্গবন্ধুর চার দফা দাবীর সাথে একাত্নতা ঘোষনা করলেন ওয়ালী খান ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আজ ঐতিহাসিক ১৪ই মার্চ । ৭১'র উত্তাল এই দিনেই সারা দেশে জেলা ও থানা পর্যায়ে সংগ্রাম পরিষদকে যুদ্ধের ট্রেনিং নেয়ার নির্দেশ দেন তৎকালিন ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ । অন্য দিকে পুর্বপাকিস্তান সফররত ন্যাপ সভাপতি ওয়ালী খান বাঙ্গালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর চার দফা দাবীর সাথে একাত্ততা ঘোষনা করেন । শেখ মুজিব তাঁর নিয়মিত প্রেসব্রিপিংয়ে বলেন,''প্রেসিডেন্ট আলোচনায় বসতে চাইলে তার কোন আপত্তি নেই , তবে প্রেসিডেন্টকে দাবি পূরনের সদিচ্ছা দেখাতে হবে'' । বঙ্গবন্ধু স্পষ্ট ভাষায় জানিয়ে দেন , আলোচনা হতে হবে দ্বিপক্ষিয় ।

এতে কোন তৃতীয় পক্ষ উপস্হিত থাকতে পারবেনা । এই দিনে আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর পক্ষে ৩৫ দফা নির্দেষনা ঘোষনা করেন । মুলত এই ঘোষনার মাধ্যমে বঙ্গবন্ধু প্রশাসনের ভার নিজে গ্রহন করেন । তিনি আজ এক বিবৃতিতে বলেন ,''আমাদের ভবিষ্যৎ বংশধররা যাতে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বসবাস করতে পারে তার নিশ্চয়তা বিধান কল্পে আমরা প্রয়োজনে মরতে ও কৃতসংকল্প । যে কোন ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে , আমাদের বিরুদ্ধে কেউ শক্তি প্রয়োগ করলে সম্ভাব্য সর্বোপায়ে তা প্রতিহত করার জন্য জনসাধারন কে প্রস্তুত থাকতে হবে ।

''। বঙ্গবন্ধুর এই ঘোষনার মাধ্যমে বাংলাদেশের গনমানুষের মনে দীর্ঘ দিনের স্বপ্নের স্বাধীনতা বাস্তবে ধরা দেয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল । দিন যত যেতে থাকল বাংলাদেশের মানুষের জন্য এক নতুন আগমনি বর্তা নিয়ে আসছিলেন বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।