সীমাহীন লোভ মানুষকে ধ্বংস করবেই। অসৎ উপার্জন শুধু মাদকেই প্ররোচিত করে না, গোটা সমাজ, এমনকি রাষ্ট্রকে চরম অস্থিরতার মধ্যে ফেলে দেয়। আর এ কারণেই আমাদের সমাজে দিন দিনেই বেড়ে চলেছে সামাজিক নিষ্ঠুরতা। আমরা আমাদের ছেলেমেয়েদের সুন্দর মানুষ করে গড়ে তোলার নানা রকম পরিকল্পনা করছি। কিন্তু একবারও কি ভেবে দেখেছি, তার আগে দরকার নিজের সঠিক পথ অনুসরণ করা। যদি এখনো না ভেবে থাকি, তাহলে এখনই ভাবতে হবে, না হলে এমন অন্ধকারে ডুবতে হবে, যেখান থেকে হয়তো আর কোনো দিনই আলোর মুখ দেখা যাবে না। আমি হলফ করে বলতে পারি, সব ধরনের সামাজিক অস্থিরতা, নিষ্ঠুরতা, রাষ্ট্রীয় সংকটের প্রধান ও প্রথম কারণ হচ্ছে অসৎ উপার্জন। চোখের সমানে কালো পর্দা টেনে না রেখে, চোখ মেলে সমাজের দিকে তাকালেই খুব ভালোভাবে দেখা যাবে, সৎ মানুষ দ্বারা কতটা বিপর্যয় ঘটেছে সমাজের। আর অসৎ মানুষ কতটা বিপর্যয়ের সঙ্গে জীবন যাপন করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।