চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ভূয়া চিকিত্সককে গ্রপ্তোরের পর দু'বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।
আজ দিনভর নগরীর বন্দরটিলা, নিউমুরিং, আসকারাবাদ মিসি্ত্রপাড়া, ছোটপুল, জামালখান, পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে মোট ১০ জনকে আটক করে র্যাব। এদের মধ্যে দু'জনকে যাচাইবাছাইয়ের পর ছেড়ে দেয়া হয়।
বাকি ৮ জনকে র্যাবের ম্যাজিস্ট্রেট এইচ এম আনোয়ার পাশা'র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। আদালত তাদের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট,২০০৩ এর ২২ (গ) ধারায় দন্ড দেন।
দন্ডিত ৮ ভূয়া চিকিত্সক হল, এম এইচ কবির, এম আর নিজামী, হারুন অর রশিদ, এম জি ভূঞা, অসীম সেন, গোপাল মজুমদার, আর জে সাহা (জীবন) এবং নেপাল দাশগুপ্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।