প্রথম দুই ম্যাচে অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। গতকাল তামিম খেলেছেন। কিন্তু ব্রাদার্স ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছেন তার অগ্রজ নাফিস ইকবাল। এ মৌসুমে নাফিসের অধিনায়কত্বের অভিষেক হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটিতে ব্রাদার্স ৬ উইকেটে হারিয়েছে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়াকে।
ব্রাদার্সকে টানা দ্বিতীয় জয় উপহার দিতে ষষ্ঠ উইকেট জুটিতে ১৪৮ রানের অগ্রণী ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও নাজমুস সাদাত। তৃতীয় ম্যাচে ভিক্টোরিয়ার এটা প্রথম হার।
ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের প্রথম দুই রাউন্ডের খেলা হয়েছে ঢাকার বাইরে। তৃতীয় রাউন্ডে এসে প্রথম খেলা হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথম খেলাতেই জয় পায় ব্রাদার্স।
গোপীবাগের দলটি পুরোপুরি বদলে গেছে বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিতে। বিদেশিদের ছাড়া হেরেছিল প্রথম ম্যাচ। দুই শ্রীলঙ্কান ম্যাথিউস, সচিত্র সেনানায়েকে ও আজহার মেহমুদ আসার পর পুরো পাল্টে গেছে দলের শক্তি। এখন অনেক আত্দবিশ্বাসী মনে হয় ক্লাবটিকে। বিদেশিদের নিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছেন তামিম-নাফিসরা।
গতকাল টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২১৩ রান করে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জুবায়ের আহমেদ। ৮৬ বলের ইনিংসটিতে ৫টি চার থাকলেও ছিল না কোনো ছক্কা। ভিক্টোরিয়া ২০০-এর ঘর পার করে টেল এন্ডার ক্রিকেটারদের স্কোরে। শেষ দিকে বাঁ হাতি পেসার সাজেদুল ইসলাম ২২ বলে ২৭, এনামুল হক ১৯ বলে ২৯ রান করেন।
ব্রাদার্সের পক্ষে সফল বোলার ছিলেন ইমতিয়াজ হোসেন। ৭ রানে নেন ২ উইকেট। অবশ্য দুই বিদেশি ম্যাথিউস ও আজহার উইকেট নেন ২টি করে।
২১৪ রানের টার্গেটে খেলতে নেমে ব্রাদার্স ২১ রানে হারায় তামিমকে। আগের ম্যাচে ১০০ রান করা তামিম গতকাল করেন ১০ বলে ১৯ রান।
এরপর ৬১ থেকে ৬৬, ৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে আসে ব্রাদার্স। এর মধ্যে হারায় প্রথম ম্যাচে ১৫০ রান করার নাফিস (২১) ইমতিয়াজ (২২) ও মেহরাব জুনিয়রকে (০)। ৬৫ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে ম্যাথিউস ও নাজমুস ২৭ ওভার অবিচ্ছিন্ন থেকে ১৪৮ রান যোগ করে জয় উপহার দেন দলকে। ম্যাথিউস ৫৬ রানে এবং ম্যাচসেরা নাজমুস অপরাজিত থাকেন ৮২ রানে। ম্যাথিউসের ইনিংসটি সাজানো ছিল ৭৬ বলে ৪ ছক্কায় এবং নাজমুসের ইনিংসটি ছিল ৯৭ বলে ১০ চার ও ২ ছক্কায়।
সংক্ষিপ্ত স্কোর
*** ভিক্টোরিয়া : ২১৩/৯, ৫০ ওভার (সৌম্য সরকার ১০, নাসির হোসেন ৩৫, জুবায়ের আহমেদ ৫০, মো. শরীফ ৩৩, সাজেদুল ইসলাম ২৭, এনামুল হক ২৯, অতি. ১০। সচিত্র সেনানায়েক ১/১৮, আজহার মেহমুদ ২/৩২, অ্যাঞ্জেলো ম্যাথিউস ২/২৯, সানজামুল ১/৬৩, ইমতিয়াজ হোসেন ২/৭)।
*** ব্রাদার্স ইউনিয়ন : ২১৪/৪, ৪৩.৫ ওভার (তামিম ইকবাল ১৯, ইমতিয়াজ হোসেন ২২, নাফিস ইকবাল ২১, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫৬*, নাজমুস সাদাত ৮২*। মো. শরীফ ১/৩৬, সঞ্জিবা ভিরাকন ২/৩৫, মনির হোসেন ১/৩৯)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।