আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নঃ রাসুলুল্লাহ (সাঃ) এর জন্মদিন কিভাবে পালন করতে হয়?



উত্তরঃ যেকোনো ইবাদত করতে হয় রাসুলুল্লাহ (সাঃ) যেইভাবে করেছেন ঠিক সেইভাবে। বিদাতীদের সমস্যা হলোঃ তারা ইবাদত করে ঠিকই, কিন্তু নিজেদের মনগড়া পদ্ধতিতে যার কোনো দলীল কুরান ও সহীহ হাদীসে পাওয়া যায়না। এই যেমন- মিলাদ পড়া, কিয়াম করা, জশনে জুলুছ, কাসীদা বুরদা; দুরুদ ইত্যাদি নাম দিয়ে ভুয়া ম্যান মেইড দুয়া পড়ে যেইগুলোর মাঝে শিরকি ও কুফুরী ভরা! অথচ সুন্নাহ হচ্ছে রাসুলুল্লাহ (সাঃ) এর জন্মদিনে রোযা রাখা! আবু কাতাদাহ আনসারী (রা থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসুল (সাঃ) কে তাঁর সোমবারে রোযা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলো, [কারণ রাসুল (সাঃ) সোমবার দিন রোযা রাখতেন]। তখন রাসুল (সাঃ) বলেন যে, এইদিন আমি জন্ম নিয়েছি, আর এইদিনই আমার উপর কুরআন নাযিল করা হয়েছে। [তাই আমি শুকরিয়া স্বরূপ এইদিনে রোযা রাখি] সহীহ মুসলিমঃ ২৮০৭। বিঃদ্রঃ একমাত্র রোযা রাখা ছাড়া অন্য কোনো কিছু করা বেদাত ও সম্পূর্ণ হারাম। আর নিজের ছেলে মেয়ের যে কারো জন্মদিন পালন করা, কেইক কেটে পার্টি করা এইগুলো হচ্ছে ইয়াহুদী খ্রীস্টানদের কালচার, যা থেকে দূরে থাকা মুসলমান হিসেবে একান্ত কর্তব্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.