বিদেশিদের কাছে যেয়ে নালিশ না করে চলতি সংসদ অধিবেশনে এসে জাতির কাছে নালিশ করুন। এতে দেশের সম্মান বজায় থাকবে বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আশা করবো চলতি অধিবেশনে বিরোধী দল সংসদে যোগ দিয়ে তাদের দাবির পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করবে। সরকার অনঢ় অবস্থায় আছে এটা ঠিক নয়।
আজ রবিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়াতে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানিসহ সারাবিশ্বে বাংলাদেশের সুনাম অর্জিত হয়েছে। আমাদের অনেক সমস্যা আছে। সেগুলো আমাদেরকেই সমাধান করতে হবে।
যোগাযোগমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। এ অর্জনগুলোকে ম্লান করে বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা করবেন না।
বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব থাকা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।