ঢাকা প্রিমিয়ার ডিভিশিন ক্রিকেট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারালো ঢাকা মোহামেডান। তবে উত্তেজনায় ভরপুর এই ম্যাচের ফল জানতে শেষ বলটি পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় দর্শকদের।
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই যে টান-টান উত্তেজনা তার প্রমাণ মিলল আরও একবার।
এর আগে রোববার সকালে মিরপুরের হোম অব ক্রিকেটে মর্যাদার লড়াইয়ে নামে আবাহনী ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোটিং ক্লাব।
প্রথমে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ২৮২ রান তোলে আবাহনী।
জবাবে শামসুর রহমানের সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানের লক্ষ্যে পৌঁছায় মোহামেডান। তবে এ রান করতে ইনিংসের শেষ বলটি পর্যন্ত লড়তে হয়েছে তাদের।
উল্লেখ্য, শামসুর রহমান ১১৫ বল মোকাবেলা করে ১০৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া মাশরাফি বিন মুর্তজা নেন চার উইকেট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।