আমাদের কথা খুঁজে নিন

   

জোছনা আর নীলের কবিতা



সেই রাত ছিলো সংঘাত আর কাঁচপোকাদের সংসার ছিলো তোমার আমার অভিসার ভুলে জল-ঘেঁষে একা ফুটপাত রেখে বৃষ্টির ছাঁটে কাঁপা হাত তুমি আনমনে খুব নির্ভুল চুলে বিলি কেটে চোখ বহুদূর আমি একা জানালায় নেশাতুর শুনি কান পেতে বুকে বেজে ওঠা ভুল সুর ! জোছনা তুমি গাল ছুঁয়ে থাকা ভালোবাসা অজানা। তুমি জলে ভেজা চিঠি- বিকেলের জানালা। জানি না কত শব্দ পেরোয় অলস সীমানা। এই রাত ভুলে যাওয়া চাঁদ নেই শঙ্কা পথ হারাবার হেঁটে ঘুর পথে রোজ বারবার চোখ ঝাপসা হয়েই জেগে থাক যত ল্যাম্পপোস্ট আর দাঁড়কাক আছো আজো তুমি খুব নির্ভুল চুলে বিলি কেটে চোখ নেশাতুর আমি আজো জানালায় বহুদূর শুনি কান পেতে বুকে বেজে ওঠা চেনা সুর ! জোছনা তুমি সেই চেনা সুর, ক্রমশঃ অচেনা। তুমি জলে ভেজা চিঠি- বিকেলের জানালা। জানি না কত উঠোন পেরিয়ে তোমার আঙিনা। 'জোছনা আর নীলের কবিতা ' কথা : অনন্ত রাহাত রাকীব সুর ও কণ্ঠ : চমক হাসান ও ফিরোজা বহ্নি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।