আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।
নুয়ে-পড়া বিধ্বস্ত শরীর? ঠিকমতো চলতেও অপারগ? লোকের সাহায্য ছাড়া ওঠা-বসাও প্রায় অসম্ভব? বয়স ৯২ পেরিয়েছে? বাড়ি পশ্চিম জার্মানির হাগেন শহরে? ভদ্রলোকের নাম জিয়ার্ট ব্রুনিস? জন্ম অবশ্য নেদারল্যান্ডস-এ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কয়েক বছর আত্মগোপন, অতঃপর জার্মান নাগরিক? নাম পাল্টাননি? ভেবেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর অপরাধ সামান্য? ‘অনিচ্ছাসত্ত্বেও কিংবা বলা ভাল, উপায়ান্তর না দেখে নাতসি বাহিনীর এস এস ভাফেন- এ চাকরি নিতে বাধ্য হই? না নিলে নাতসি বাহিনির হাতে মৃত্যু? আমি ছিলাম অন্যান্য জার্মান সৈন্যদের সঙ্গে সীমান্তরক্ষী পাহারাদার? সময়কাল আগস্ট ১৯৪৪ সাল? তখন আমি কুড়ি উত্তীর্ণ? আমি সম্পূর্ণ নির্দোষ?’ বললেন জিয়ার্ট ব্রুনিস, আদালতে? এও বললেন, আমি অতিশয় বৃদ্ধ? ৬৯ বছর পরে সব কথা আমার মনে নেই? ৯২ বছরের কোনও অথর্ব বৃদ্ধকে কী বিচার করা উচিত? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই কবেই শেষ হয়েছে, এতদিনে করা হয়নি? বাদীপক্ষের উকিল বললেন, অথর্ব, নড়তে চড়তে পারেন না, সব কথা মনে পড়ে না, কিন্তু যুক্তি দিচ্ছেন? চটাং-চটাং কথা বলছেন? আপনার বিচার হচ্ছে ১৯৪৪ সালের, তখন যে অপরাধ করেছিলেন? বয়স এখন যাই হোক, বিচার সেই সময়ের? অপরাধে কোনও বয়স বিবেচ্য নয়? মানবতার অপরাধ সবসময়ই অপরাধ। বয়স যতই হোক?
জিয়ার্ট ব্রুনিস নাতসিবাহিনীর সীমান্তরক্ষী থাকাকালীন আরও চারজন নাতসি সৈন্যের সঙ্গে আলডার্ট ক্লাশ ডিয়েকেমাকে হত্যা করেন? ডিয়েকেমা ছিলেন হিটলারবাহিনীর বিরুদ্ধে তরুণ যোদ্ধা? রিজিস্টান্স ফাইটার (জবংরংঃধহপব ভরমযঃবৎ)? ডিয়েকেমাকে হত্যা করা হয় ২১ সেপ্টেম্বর ১৯৪৪ সালে, একটি গুদাম ঘরে? হত্যা করেন ব্রুনিস, পিস্তল দিয়ে, মাথার পেছনে ঠেকিয়ে? ডিয়েকেমার কথা, না আমি হত্যা করিনি? বাদীপক্ষের উকিলের যুক্তি, আপনি ওখানে ছিলেন? হত্যা না করলেও সহায়তা করেছেন? প্রতিরোধ করেননি? এতএব আপনি হত্যাকার দোষী? উল্লেখ্য, ১৯৪৩ সালে পোল্যাল্ডে, নাতসি-ক্যাম্পে পাহারাদার ছিলেন জন ডেমিয়্যানিয়ুক? তার চোখের সামনে ২৮ হাজার ইহুদিকে হত্যা করা হয়? বাধা দেননি? বরং বন্দীশালা খুলে দেন? এই দেওয়াই গুরুতর অপরাধ? জন ডেমিয়্যানিয়ুকের বিচার করা হয় ২০১১ সালের মে মাসে? তাঁর বয়স তখন ৯০ অতিক্রান্ত? আজীবন জেল? চলতি বছরেই মারা গেছেন জেলে? জার্মানিসহ ইউরোপে এখন আর মৃত্যুদ- নেই। নাতসিবাহীনির সঙ্গে যুক্ত থেকে সরাসরি ইহুদি নিধনযজ্ঞে শামিল না হলেও রেহাই পাবে না? কারণ, পরোক্ষে তিনিও সহায়তাকারী? হত্যাকারী? তাঁরও যোগসাজোশ আছে হত্যায়? গত চার দশক আগে জার্মান সরকারের এই নীতি ঘোষিত? পৃথিবীর যে অঞ্চলেই ইহুদি নিধনযজ্ঞের সহায়ক থাকুক (হত্যায় সরাসরি অংশ না নিলেও), তাঁর বিচার হবে হত্যাকারী হিসেবেই? ক্ষমা নেই? যেমন ক্ষমা পাননি জন ডেমিয়্যানিয়ুক? পাবেন না জিয়ার্ট ব্রুনিস? বাংলাদেশে গোলাম আযমরা কোন যুক্তিতে, বয়সের দোহাই দিয়ে মৃত্যুদ-ের বদলে রেহাই পান, বিশেষ-জেল নামক হরিণবাড়ির রাজকীয় পরিবেশে দিব্যি শাহেনশাহ, বিচারকের বিচার ও বোধবুদ্ধি তলিয়ে দেখেও আমরা নিশ্চুপ? জার্মানির জিমন ভিজেনথাল সেন্টার জানিয়েছে, ইহুদি হত্যাযজ্ঞে যে সমস্ত নাতসিরা এবং সাধারণ মানুষ যুক্ত ছিল কিংবা নিধনযজ্ঞে প্রত্যক্ষ ও পরোক্ষে সহায়ক, তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর জানালে (যেমন, কোথায় আছে, বয়স কত, নাম ভাঙিয়ে ভিন্ন নামে পরিচিত কি না, কি চেহারা এখন, ইত্যাদি) ২৭ হাজার ৩৬৭ ইউরো (৩২ হাজার ৫০০ ডলার ) পুরস্কার দেবে? বাংলাদেশে, আমাদের মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির কিংবা ঘাতকদালাল নির্মূল কমিটির অত টাকা নেই? আওয়ামী লীগ সরকারও দেবে না? ভরসা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা স্বপক্ষের জনগণ? বিবেকী তাড়নায় (বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার জন্যে যদি সত্যিই বিবেক থাকে ) ধরিয়ে দিন হত্যাকারী রাজাকার, আলবদর না দিলে আপনিও হত্যাকারী, হত্যার সহায়ক? বাংলাদেশ বিরোধী? ক্ষমা নেই? আজকের দিনে ক্ষমা মানেই আত্মসমর্পণ? সুত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।