আমাদের কথা খুঁজে নিন

   

তিশার উচ্ছ্বাস

দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত হয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পী তিশা। আর এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। আজ সোমবার রাজধানীর বারিধারার দক্ষিণ কোরিয়া দূতাবাস কার্যালয়ে অভিনয়শিল্পী তিশার হাতে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক দূত-সংক্রান্ত একটি নিয়োগপত্র তুলে দেওয়া হয়। তিশার হাতে সাংস্কৃতিক দূতের এ নিয়োগপত্রটি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান-ইয়ং। আর এ নিয়োগ দেওয়া হয়েছে দুই বছরের জন্য।


তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিশা প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাংস্কৃতিক শুভেচ্ছাদূত হওয়ার ব্যাপারটি আমার জন্য অনেক বেশি সম্মানের। এটা আমার জন্য অনেক বড় একটা দায়িত্বও বটে। আমাকে সাংস্কৃতিক শুভেচ্ছাদূত নির্বাচিত করার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ’
তিশা আরও বলেন, ‘একটু তো ভয় লাগছেই। আবার পুরো ব্যাপারটি আমি ও আমার পরিবার দারুণ উপভোগ করছি।

সত্যিই আমি অনেক বেশি উচ্ছ্বসিত। ’
শুভেচ্ছাদূত হিসেবে তিশার কাজ সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘যতদূর জানতে পেরেছি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের জন্য আমি কাজ করব। চেষ্টা করব, বাংলাদেশের সংস্কৃতিকে দক্ষিণ কোরিয়ার মানুষের কাছে জনপ্রিয় করার। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।