আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপে তিশার শুটিং

প্রয়াত কথাসাহিত্যিক কলম জাদুকর খ্যাত হুমায়ূন আহমেদের লেখা শেষ পাণ্ডুলিপি ছিল 'যদি ভালো না লাগে তবে দিও না মন'। এটি নিয়ে গত বছর সুইজারল্যান্ডে টেলিফিল্ম নির্মাণ করেছিলেন রায়হান খান। এটি চ্যানেল আইতে প্রচার হয়েছিল। টেলিফিল্মটি প্রচুর সাড়া জাগায়। তাই অনুপ্রাণিত হয়ে আগের পাণ্ডুলিপির ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে 'যদি ভালো না লাগে তবে দিও না মন-২'।

এটিও নির্মাণ করছেন রায়হান খান। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সঙ্গে আছেন শামীম শাহেদ। ইউরোপের তিনিটি বিখ্যাত শহরে এর শুটিং হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভা, ইতালির মিলান আর ফ্রান্সের সালেভ শহরের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে।

বড় বাজেটের এ টেলিছবিতে গল্পের পাশাপাশি দৃশ্যায়নের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক জেনেভা, মিলান আর সালেভের চমৎকার কিছু লোকেশন দেখতে পাবেন। বেশি কাজ হয়েছে জেনেভায়। জেনেভা যাওয়ার আগে তিশা বলে গিয়েছিলেন, 'চমৎকার একটি গল্প। আগের পার্টে আমি ছিলাম না।

এই পার্টে অভিনয় করছি। ভীষণ ভালোলাগা নিয়ে কাজটা করছি। '

ফেসবুকের মাধ্যমে কথা হয় শামীম শাহেদের সঙ্গে। তিনি বলেন, 'খুব ভালো লাগছে টেলিফিল্মটিতে অভিনয় করতে পেরে। আমরা শুটিংয়ে অনেক মজা করেছি।

শুটিংয়ের ফাঁকে ইউরোপ ঘুরেছি। সবমিলিয়ে চমৎকার কিছু অভিজ্ঞাতা আর মুহূর্ত নিয়ে দেশে ফিরছি। ''যদি ভালো না লাগে তো দিও না মন-২' আসছে ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.