কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ তারিখ আজ। অথচ জমা দেওয়া শুরু হয়েছে গত পরশু থেকে। পরশু ক্যাটাগরি 'বি'র এক কাউন্সিলর চিঠি জমা দিতে এসে রীতিমত শো ডাউন করেছেন। ক্যাটাগরি 'বি'র ক্লাবগুলোর কাউন্সিলরদের নাম গত পরশু থেকে জমা পড়তে থাকে। তবে ক্যাটাগরি 'এ' ও ক্যাটাগরি 'সি'র কাউন্সিলরদের অধিকাংশ নাম আজ জমা পড়বে।
কেননা গতকাল মধ্যরাত পর্যন্ত বিভাগীয় এবং জেলা কমিশনাররা বৈঠক করেছেন বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। অবশ্য ঢাকা বিভাগসহ বেশ কয়েকটি জেলার কাউন্সিলর চূড়ান্ত হয়েছে এবং অনেকের চিঠিও জমা পড়েছে। তবে বিসিবির এবারের আলোচিত নির্বাচনে দুই সভাপতি পদপ্রার্থী নাজমুল হোসেন পাপন ও সাবের হোসেন চৌধুরী কাউন্সিলর হচ্ছেন যথাক্রমে আবাহনী ও বারিধারা ড্যাজলার্সের পক্ষে। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় কাউন্সিলর হয়েছেন মানিকগঞ্জ জেলা থেকে। আকরাম খানের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে।
এছাড়া ক্যাটাগরী 'সি' থেকে ১০ জন সাবেক অধিনায়ক ও প্রথম শ্রেণীর ক্রিকেটারের কোটা থেকে কাউন্সিলর হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক তিন অধিনায়ক সবাই বিসিবির নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করবেন।
জেলা ও ক্যাটাগরি 'এ' ও 'সি' নিয়ে কাউন্সিলর নিয়ে জন্ম হয়েছে নানামুখী প্রশ্নের। প্রশ্ন রয়েছে ক্লাব কোটার কাউন্সিলরদের নিয়েও। প্রিমিয়ার ক্রিকেটের গত আসরের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া এবং রানার্সআপ গাজী ট্যাঙ্কের কাউন্সিলর সংখ্যা চারটি।
ঝামেলা রয়েছে এই দুই ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে। গত আসরে ভিক্টোরিয়ার ক্রিকেট চেয়ারম্যান ছিলেন লুৎফর রহমান বাদল। এবার কিনে নিয়েছেন গাজী ট্যাঙ্ক। ভিক্টোরিয়ার সঙ্গে তার চুক্তি ছিল এবার তাকে কাউন্সিলশিপ দেওয়ার এবং তার সঙ্গে চুক্তি ছিল গাজী ট্যাঙ্কের পূর্বসূরিদের একটি কাউন্সিলরশিপ দেওয়ার। গতকাল সন্ধ্যায় বাদল জানান, 'যদি ভিক্টোরিয়া থেকে আমাকে কাউন্সিলরশিপ দেওয়া হয়, তাহলে আমি গাজীর একটি কাউন্সিলরশিপ ছাড়ব।
' ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডানের দুই কাউন্সিলর মাহাবুবুল আনাম ও লোকমান হোসেন ভুইয়া। চূড়ান্ত হয়নি আবাহনীর দুই কাউন্সিলর। কাউন্সিলর নির্বাচন করতে গতকাল রাতে সভা করেছে ক্লাব কর্মকর্তারা। আবাহনী থেকে একজন কাউন্সিলর হচ্ছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাকিটির জন্য প্রার্থী আহম্মেদ সাজ্জাদুল আলম ববি, সায়ন রহমান ও ফায়জুর রহমান। প্রাইম ব্যাংকের দুই কাউন্সিলর তানজীল চৌধুরী ও ব্যাংকের সিইও ডা. ইকবাল আনোয়ার।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রাসেল আজিজ ও নজিব। কলাবাগান ক্রীড়া চক্রের নাজমুল করীম টিঙ্কু, সিসিএসের স্থপতি মোবাস্বের হোসেন, সুর্যতরুণ ক্লাবের আফজালুর রহমান সিনহা, কলাবাগান ক্রিকেট একাডেমির কাউন্সিলর হতে পারেন ফিরোজ বা মোতাহার হোসেনের যে কেউ।
প্রথম বিভাগের ১২ ক্লাবের যেমন ১৮টি। তেমনি প্রথম বিভাগের ২০ ক্লাবের কাউন্সিলর ২০ জন। বাংলাদেশ বয়েজের কাউন্সিলর মিজানুর রহমান ভুঁইয়া, ইস্কাটন সবুজ সংঘের আব্দুল বাসেত, পারটেঙ্রে কাউন্সিলর সাবেক পরিচালক আজিজ আল কায়সার টিটো।
বিমান বাংলাদেশের কাউন্সিলর হতে পারেন আলী আহসান বাবু বা বিমানের ব্যবস্থাপনা পরিচালক। প্রথম বিভাগের সবচেয়ে আকর্ষণীয় কাউন্সিলর সাবের হোসেন চৌধুরী। বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী সাবের কাউন্সিলর বারিধারা ড্যাজলার্সের। আজ তিনি কোনো এক সময় জমা দিবেন। উত্তরা স্পোর্টিংয়ের মিজানুর রহমান, আজাদ স্পোর্টিংয়ে এনায়েত হোসেন সিরাজ, ইয়ং পেগাসাসের আহমেদ ইকবাল হাসান, বিকেএসপিরটা তাদের ডিজি, ওরিয়েণ্টের মো. সেলিম, ইয়ং ক্রিকেটার্সের ক্লাব সভাপতি মানিক, ওয়ান্ডারার্সের কায়সার মোল্লা, সিটি ক্লাবের হোসেন মোল্লা, ধানমন্ডি প্রগতির সোহাগ, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কাঁঠাল বাগান, ইন্দিরা রোড, ম্যাগনাম ক্রিকেটার্সের কাউন্সিলর এখনো ঠিক হয়নি।
আজ এই ক্লাবগুলোর কাউন্সিলরদের নাম জমা দেওয়া হবে। দ্বিতীয় বিভাগের আলোচিত কাউন্সিলর গাজী গোলাম দস্তগীর ও র্যাপিড ফাউন্ডেশনের মো. হানিফ ভুঁইয়া। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস কাউন্সিলর হচ্ছেন রায়ের বাজার থেকে এবং ঢাকা ক্রিকেটার্স থেকে রিয়াজুর রহমান বাবু।
বিসিবির নির্বাচনে ক্যাটাগরি 'এ', 'বি' ও 'সি' থেকে কাউন্সিলর সংখ্যা ১৭৪। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি 'এ'র কাউন্সিলর ৭১, ক্যাটাগরি 'বি'র কাউন্সিলর ৫৮ এবং ক্যাটাগরি 'সি'র কাউন্সিলর ৪৫।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।