সবে বাজারে এসেছে নতুন আইফোন ৫সি ও ৫এস। এর মধ্যে ৫এসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) শনাক্ত করার প্রযুক্তির নিরাপত্তা। তবে এবার এ বিশেষ নিরাপত্তাপ্রযুক্তিটিকেই হ্যাক করতে পেরেছে জার্মানির একদল হ্যাকার। হ্যাকারদের দাবি, তাঁরা আইফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হ্যাক করতে পেরেছেন। জার্মানির ক্যাওস কম্পিউটিং ক্লাবের (সিসিসি) দুই সদস্য এ হ্যাকিংয়ের কাজটি করেছেন বলে জানা গেছে।
হ্যাকারদের দাবি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ধোঁকা দিতে আঙুলের ছবি তুলে সেটি স্বচ্ছ কোনো পাতার ওপর প্রিন্ট করেই এ কাজটি করা সম্ভব। অ্যাপলও এবার আইফোনের বিশেষ এ নিরাপত্তাপ্রযুক্তির বিষয়টি দারুণভাবে তুলে ধরে। এ নিয়ে বেশ প্রচারণাও চালিয়েছে বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠানটি। আর এ নিরাপত্তাপদ্ধতিকে হারিয়ে দিতে অর্থাৎ এর ত্রুটি বেরকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণাও দেওয়া হয়। আর পুরস্কার ঘোষণা করা হয় ১৩ হাজার ডলারের! এ বিষয়ে এখনো মুখ খোলেনি অ্যাপল।
পুরস্কার ঘোষণাকারী এ ব্যাপারে আরও পরীক্ষা করতে চান বলেও জানা গেছে। নতুন মডেলের সবচেয়ে আকর্ষণীয় এ বৈশিষ্ট্য নিয়ে এমন খবর প্রযুক্তি দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে।
বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।