ওই কার্যালয় থেকে বিপুল পরিমাণ লাঠিসোটা, লিফলেট ও পোস্টার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মীর সায়েম মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সোমবার রাত আড়াইটা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত ওই কার্যালয়ে অভিযান চলে।
সন্দেহভাজন হিসাবে আটক নেতাকর্মীদের মধ্যে চট্টগ্রাম নগর (উত্তরের) শিবিরের সাধারণ সম্পাদক নুরুল আমীনও রয়েছেন বলে সায়েম জানান।
তিনি বলেন, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।