আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে হাতবোমা ফাটিয়ে শিবিরের ভাংচুর

মঙ্গলবার বেলা ১টার দিকে নগরীর আন্দরকিল্লার কাছে সিরাজদ্দৌল্লা সড়কের সাব এরিয়ায় এ ঘটনায় আহত হয়েছেন এক পথচারী।       
চট্টগ্রাম নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, আহত পুলক দাশ (২৮) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিয়ে বাসায় ফেরার পথে গণ্ডগোলের মধ্যে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির কর্মীরা হঠাৎ মিছিল বের করে ১০-১২টি ককটেল ফাটায় এবং একটি বাস ও ট্রাকসহ বেশ কয়েকটি অটো রিকশা ভাংচুর করে দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক সুমন বাবু জানান, সিরাজদ্দৌল্লা সড়ক দিয়ে হেঁটে আসার সময় শিবিরকর্মীদের লাঠির আঘাতে আহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করা পুলক। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

  
নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মীর্জা সায়েম মাহমুদ জানান, সোমবার রাত আড়াইটা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত নগরীর চন্দনপুরায় শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের ১০ নেতাসহ ৩৪ জনকে গ্রেপ্তার করে।
এর প্রতিবাদেই মিছিল করে তাণ্ডব চালায় ছাত্রশিবির কর্মীরা।
কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক শিবির নেতাকমীদের গত ১৭ সেপ্টেম্বর নগরীর এনায়েত বাজার এলাকায় পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। ”
তিনি জানান, এনায়েত বাজারে হামলার ঘটনায় সম্পৃক্ত শিবিরকমীরা তাদের কাযারয়ে অবস্থান করছিল এ খবর পেয়েই ওই কার্যালয়ে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দশজনই চট্টগ্রাম নগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতা।

শিবিরের নগর দক্ষিণ শাখার সভাপতি সোহেল রানা, নগর উত্তরের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, চট্টগ্রাম কলেজের সাবেক সভাপতি আজিজুর রহমান ও সাবেক সভাপতি মো. শোয়েব রয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে।
শিবির কাযালয় থেকে পুলিশ বিপুল পরিমাণ লাঠি, লোহার চেইন, লিফলেট, পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.