আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি -এই অকৃত্রিম ভালবাসার তুলনা হয় না!



স্কুল এ ক্লাস এ গিয়ে দেখি- আমার চেয়ারটা ফুল দিয়ে ভরপুর এন ফ্যান এর উপরেও ফুল দিয়ে রাখা! আমি যাওয়া মাত্রই বাচ্চাগুলো একসাথে বলে উঠে - ম্যাডাম ফ্যানের কাছে চেয়ার আছে এখানে এসে বসেন। আমরা ফ্যান ছাড়বো -- ফুলগুলো সব আপনার উপর পড়বে-! চোখটা ভিজে উঠলো ওদের ভালোবাসায় ---! কিন্তু ফুলের রেণুতে অ্যালার্জি থাকার কারনে আমি ঠিক ফ্যানের নিচে বসতে পারলাম না। ওদের বললাম- তোমরা বসো আমি ফ্যান অন করি-তারপর ফ্যানের সুইচ অন করলাম , ফ্যানের বাতাসের সাথে- ফুলের পাপড়ি সবার উপর পড়তে লাগলো আর আমি- দাঁড়িয়ে দেখলাম-বাচ্চা গুলোর আনন্দ ---! তারপর অদের বললাম, ঠিক আছে এরপর দিন আমি মাথায় ওড়না দিয়ে নিজেকে ঢেকে রেখে ফ্যানের নিচে দাঁড়াবো কেমন! ওরা খুশি হল! আবার যখন বিদ্যুৎ থাকে না, তখন ক্লাসে থাকা পাখা নিয়ে কেউ কেউ বাতাস করতে আসে, নিষেধ করলেও করে! মাঝে মাঝে ওরা যখন টিফিনে এটা- সেটা খায়, তখন আমড়া মাখানো , আচার, চকলেট এনে বলে ম্যাডাম খান! আর ফুল তো প্রায় প্রতিদিন-ই আনে! সত্যি -এই অকৃত্রিম ভালবাসার তুলনা হয় না! তখন মাঝে মাঝে ভাবি- আহারে! এই বাচ্চাগুলাই ক্লাসে দুষ্টামি করলে বকা দেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.