যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তরা ভোটার তালিকাভুক্ত হতে পারবেন না- এমন বিধান রেখে জাতীয় সংসদে উত্থাপিত 'ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন ২০১৩'-এর বিল চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। এর মধ্যে যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। এ ছাড়া কমিটি রাষ্ট্রে বসবাসকারী যে কোনো নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদানের বিধান রেখে 'জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন ২০১৩' বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট চূড়ান্ত করেছে। জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬৭তম বৈঠকে এই দুটি বিলের রিপোর্ট চূড়ান্ত করা হয়। গত ১৬ সেপ্টেম্বর বিল দুটি জাতীয় সংসদে উত্থাপিত হয়।
বিল দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
'জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইনে ভোটার হিসেবে তালিকাভুক্ত নন এরূপ সব নাগরিকই জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকারী হবেন। এ জন্য আইনের সংশোধনীতে বলা হয়েছে, (২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কমিশন অন্যান্য নাগরিককে, নির্ধারিত পদ্ধতি ও শর্তসাপেক্ষে, পরিচয়পত্র প্রদান করিতে পারিবে। ' আগের ভোটার তালিকা আইন-২০০৯ অনুসারে ভোটার হিসেবে তালিকাভুক্ত প্রত্যেক নাগরিকই কেবল নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র লাভ করতেন।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং কমিটির সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী, খান টিপু সুলতান, অ্যাড. মো. জিয়াউল হক মৃধা, মো. নূরুল ইসলাম সুজন ও ফজিলাতুন নেসা বাপ্পি অংশগ্রহণ করেন। এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।