আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে যাবে হারিকেন

বিদ্যুত্বঞ্চিত এশিয়া ও আফ্রিকার প্রত্যন্তের অধিকাংশ অঞ্চলে এখনও রয়েছে হারিকেন আর কুপিবাতির ব্যবহার। এখনও আফ্রিকার ঘরে ঘরে হারিকেন আর কেরোসিন বাতি ব্যবহার করেন গ্রামে বসবাসকারী সাধারণ মানুষ। তবে গবেষকেরা আশঙ্কা করছেন আগামী ৭ বছরের মধ্যেই আফ্রিকা থেকে বিলুপ্ত হয়ে যাবে হারিকেন আর কেরোসিন বাতি।
সোলারেইড নামের একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা কেরোসিন বাতির বিকল্প হিসেবে সৌরশক্তিনির্ভর বাতির প্রচলনে কাজ করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, সোলারেইড প্রকল্পের মাধ্যমে কেরোসিন বাতির বিকল্প সৌরবাতি ব্যবহারের প্রচলন দ্রুত বাড়ছে। এতে ২০২০ সাল নাগাদ হারিকেন ও কেরোসিন কুপির ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে।
সোলারেইডের ব্যবস্থাপনা পরিচালক পিপ্পা পালমার জানিয়েছেন, কুপিবাতি থেকে অগ্নিকাণ্ডের মতো ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে সে তুলনায় সৌরবাতি নিরাপদ ও দীর্ঘক্ষণ একটানা আলো দিতে পারে।
 

 

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।