আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারণার জাল



প্রতারণার জাল বিছিয়েছ নিপুণ হাতে,...জড়তা নেই এতোখানি কোথাও তাতে।...উত্তর হতে দক্ষিণে,পূর্ব হতে পশ্চিমে;...উধঃ হতে অধঃতে,..অগ্নি হতে নৈরুথে।...জ্বালিয়েছ চিতা দাউ দাউ করে, কোমল দেহের তন্বিতে।...মরেছে কতো নপুংশের দল.. কমেনি তোমার কামনার ছল,..কি মধু তোমার গ্রীবার পরে?...মরছে সবাই অমরণ জ্বরে!..ডাগর কালো আঁখি পর দাউ দাউ যেন আগুণ জ্বলে।..কাম বাসনা রতিতে,..পায় না যে গতিতে;..প্রতারণার জাল বিছিয়েছ নিপুণ হাতে,..পঙ্গপাল ছার খার হলো বুক পেতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।