আমাদের কথা খুঁজে নিন

   

পাগলের কথা মাঝে মাঝে সত্য হয় কিন্তু মখার কথা কখনোই না



পোশাকশিল্পে অস্থিরতা নেই – স্বরাষ্ট্রমন্ত্ রী মখা ” মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি ঠিকই বলেছেন, পোশাকশিল্পে অস্থিরতা নেই !! -আছে দিনে ১৯ ঘন্টা কাজ করে, কঙ্কালে পরিনত হওয়া মানুষের ন্যায্য পাওনা বুঝে পাওয়ার আশা -আছে কতগুলো বনসাই শ্রমিকদের অধিকার আদায়ের অদম্য ইচ্ছা -আছে, কতগুলো কঙ্কালের বেঁচে থাকার তীব্র আকুতি, -আছে কতগুলো গিনিপিগের পাওনা আদায়ের ব্যাকুল চেষ্টা -আছে, নিপীড়িত , নিষ্পেষিত মানুষের বোবা কান্না এই সমাজ যাদের মানুষ বলে স্বীকৃতি দেয় না, তারা আজ অধিকারের দাবিতে উন্মুক্ত, বিস্ফোরিত -এই দাবীকে তোরা রাজনীতির বাহুতে নিষ্পেষিত করিস না , -এই দাবিকে রাজনৈতিক রং দিস না -মালিকেদের সাথে দফা করে , টাকা খেয়ে তোরা এই ন্যায্য দাবিকে দাবাবার চেষ্টা করিস না তাহলে, তা যেই করুক, যে দলই করুক, এই খেতে খাওয়া মানুষের অচিশাপে টরা শেষ হয়ে যাবি, অধিকার বঞ্চিত এই মজলুমের বিশাক্ত কালো নিঃশ্বাসে তোরা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।