নূন্যতম ৮০০০ টাকা মুজুরী ভাতার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার জিরানী এলাকায় বেশ কিছু পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ ভাংচুর করেছে।
পুলিশ জানায় আশুলিয়ার জিরানী এলাকায় কারখানা কর্তৃপক্ষ গত ৫ দিনের শ্রমিক বিক্ষোভের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকেই কারখানার সামনে বন্ধের নোটিশ দেয়। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়ে । পরে তারা জিরানী এলাকায় নবীনগনর কালিয়াকৈর মহাসড়কে কয়েকটি যানবাহনে ভাংচুর চালায় এবং সড়ক অবরোধ করে রাখে।
বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশ প্রায় ২৫-৩০ রাউন্ড টিয়ার সেল ও ৮-৩০ রাবার বুলেট ছোড়ে।
এসময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে থেমে থেমে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধের পর সকাল পৌনে ১০টায় বিজিবি, পুলিশ, র্যাবের তৎপরতায় সড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় দি ডিজাইন কম্পোজ কম্পজিড ও মাস্কট নামে তিন টি তৈরী পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছে বলে জানা গেছে।
শিল্প পুলিশে-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, সকাল থেকে এই এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা এসে মহাসড়কের এসে অবস্থান নেয়, মহাসড়ক বন্ধ করে রাস্তার পাশে থাকা গামের্ন্টস কারখানার ভাংচুর করে। তিনি আরও জানায় পুলিশের কাছথেকে গ্যাস গান ও রাবার বুলেট ছিনিয়ে নেয় শ্রমিকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।