শিল্পাঞ্চল আশুলিয়ায় মজুরী বোর্ডের ঘোষিত বেতন বাস্তবায়নের দাবীতে শনিবারও বিক্ষোভ করেছে কয়েকটি তৈরীপোশাক কারখানার শ্রমিকরা। এসময় তারা দাবী আদায়ে কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়।
কর্তৃপক্ষ শ্রমিক ও শিল্প পুলিশ সুত্রে জানা যায়, মজুরী বোর্ডের ঘোষিত বেতন কাঠামো মালিকপক্ষ প্রত্যাখান করায় গত কয়েকদিন ধরে শ্রমিকরা বিক্ষোভসহ কর্মবিরতী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, ডিজাইন ওয়ে, মাসকাট গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজে যোগদান না করে বিক্ষোভ করতে থাকে।
একপর্যায়ে সকাল সাড়ে ৯ টায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী রেডিয়েন্স গ্রুপ, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, ও স্টার লিংক স্টাইল লিমিটেড কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালালে ওই সকল কারখানার শ্রমিকরা বের হয়ে আসে।
এসময় শিল্প পুলিশের সদস্যরা উত্তেজিত শ্রমিকদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছে বলে দাবী করেছে শ্রমিকরা।
এদিকে জামগড়া এলাকার গ্রীনলাইফ কারখানার শ্রমিকরা একই দাবীতে কারখানায় বিক্ষোভ করলে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষনা করেছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রনে জিরাবো এলাকার কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।