আমাদের কথা খুঁজে নিন

   

কইতে শরম লাগতাছে তাও কই....

ছোটদের মাঝে ছড়িয়ে দিতে চাই শুদ্ধ ভাষার চর্চা । গত বছর শীতের মইধ্যে একখান জামা কিনছিলাম ঢাকা থাইকা। পরি নাই পুরান হইয়া যাইব দেইখা। বাড়িতে গিয়া পড়লে মাইনষের নেক নজর পরব সে আশায় আরকি। বাইত যাইয়া নতুন জামাডা পইড়া বন্ধুগো লগে সাক্ষাত করতে যামু তো রাস্তায় খালি মানুষ চাইয়া থাকে।

বালিকাগো চাওনডা বেশি মনে ধরছিল। মুখডা চাইপ্যা হাসিও দিছিল। আমি তো মহা খুশি জামাডা তাইলে ভালই হইছে। বন্ধুরা ! দেইখা খুব খুশি জামার গুণগান কইরা আমারে দিয়া বিকালের নাস্তার ব্যবস্থা করাইল। কি আর কমু ! রাস্তার ঘটনার ইঙ্গিতও দিলাম।

বন্ধুরাও খুব খোশ মেজাজেই আছে বুঝলাম। বিদায় বেলা একজনে কইল দোস্ত ইতিমখানায় কবে ভর্তি হইলা ? জামার কালারডা জব্বর অইছে ! এমন কালায় পড়লে বালিকা কেন দুনিয়া ধইরা হাসব। শালারা টেহা খসাইয়া এহন কালারের কথা কইতাছ ? রাস্তার মানুষের হাসির কারণও কিঞ্চিত বুঝিতে পারিলাম। একদিন ঐ জামা গাই দিয়া বাসে উঠছি কন্ডাক্টরকে ভাড়া দিতে গেলে কইল, 'ছোড ভাই, ভাড়া লাগবনা ইতিমখানার পোলাপানগোর থাইকা মালিক ভাড়া নিতে না করছে। ' কি আর করমু ঐ জামা গায় দিয়া ঢাকা শহরে সারাদিন ঘুরলেও কেউ চেনে না , খুব আরামে আছি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.