ছোট বেলা থেকেই বিশেষ করে রাজনৈতিক পোষ্টার কালেকশন ছিল আমার শখ। আমাদের বাড়িটা প্রধান সড়কের খুব গুরুত্বপুর্ন জায়গায় হওয়ায় সব দলের লোকেরাই বাড়ির দেয়ালে পোষ্টার লাগিয়ে দিত। আর আমার কাজ ছিল তাদের কাছ থেকে ওগুলোর দু একটা চেয়ে নিয়ে আলমারিতে রেখে দেয়া। যার অনেকগুলো এখনও আমার সংগ্রহে রয়েছে। ৭২ সালের কিছু পোষ্টারের কথা এখনও মনে আছে।
"এক ইন্চি জমিও অনাবাদি রাখা যাবে না", "স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন", "আমাদের মুলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা" ইত্যাদি। ৭৫ এর পরে হঠাৎ করে দেখি বেশ কালারফুল কিছু পোষ্টারে বাজার ছেয়ে গেছে। "আসছে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন", এরপর এলো, "নুতন বাংলাদেশ গড়বো মোরা, লাংগলেই মংগল", এছাড়াও আগা গোড়াই যে শ্লোগানটা ছিল, "নৌকা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক"। শান্তির আশা জাগানিয়া বাণী শুনিয়ে আসছেন উনারা সেই স্বাধীনতার আগে থেকে, এখনও পর্যন্ত, আর শান্তিতে নোবেল পান, প্রফেসর ইউনুস! মজা করারও একটা সীমা থাকা দরকার! তো দেশের জনগনের কাছে প্রশ্ন, "শুভ দিন" কি দেশে এসেছে? "নুতন বাংলাদেশ কি হয়েছে"? "দেশে কি সত্যিই শান্তির নহর বইছে"? এরা কিন্তু প্রত্যেকেই কম বেশী প্রায় দশ বছর করে দেশ শাষন করেছেন। নিজেকে প্রশ্ন করুন, বিবেচনা করে ভোট দিন।
প্রার্থী পছন্দ না হলে ব্যালটের সাথে একটা ব্লেড উপহারস্বরূপ প্রদান করুন। তৃতীয় গনতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করুন। ভালো ও সৎ মানুষকে ভোট দিন। চিহ্নিত ও পরীক্ষিত দুর্ণীতিবাজ, খুনিদেরকে বর্জন করুন সে যদি নিজের পরিবারের কেউও হয়। জয় বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।