হে কিশোর ! আমি দু:খিত, আমি লজ্জিত, আমি অপরাধী। আমি পারিনি তোমায় দিতে একটুকরো কাপড়,একটু মাথা গোঁজার ঠাঁই পারিনি তোমার মুখে খাবার তুলে দিতে তোমার পরিচয়হীন জীবনকে একটু সুখ দিতে আমি পেরেছি সংসদে দাড়িয়ে তোমায় নিয়ে রসিকতা করতে আমি পেরেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করতে পারিনি কালো বিড়াল থেকে উদ্ধার হওয়া টাকা তোমাদের মাঝে ফিরিয়ে দিতে আমি শিক্ষিতের দোহাই দিয়ে তোমার মাঝে দেয়াল তৈরী করেছি করেছি তোমায় নিজেকে ছোট ভাবতে আমার মনে থাকার স্থানটুকু তাই উৎসর্গ করলাম তোমারি মত শত কিশোরদের আর ক্ষমা চাই ক্ষমা চাই না পারার ব্যর্থতায় একটি সুন্দর পৃথিবী গড়ার ব্যর্থতায় নাজমূল হুদা রানা রিয়াদ,৩০/০৬/২০১৩ দূপুর-০২:১৯।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।